IPL Auction 2025 Live

Delhi : দূষণ রুখতে দিল্লি সরকারের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করল দমকল বাহিনী

দিল্লিতে পরিবেশের দূষণ রুখতে মাঠে নামল দমকল

Delhi Air Pollution (Photo Credits: X)

দিল্লিতে বাতাসের গুনমান খারাপ হওয়ার জেরে সমস্যা বাড়ছে। প্রাথমিক স্কুলে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বাতাসে গুনমান সঠিক রাখতে এবার মাঠে নামানো হল দমকলকে। দিল্লি সরকারের সঙ্গে একত্রিত হয়ে দূষণ কমানোর কাজে নেমেছে দিল্লির দমকল বাহিনী।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ (Atul Garg) জানিয়েছেন, " আজ সকাল থেকে আমরা জল স্প্রে করতে শুরু করেছি। আমরা ১৩ টি হটস্পট চিহ্নিত করেছি সেগুলির ওপরই আমাদের মূল ফোকাস হবে। দীপাবলীর সময় অনেক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা আমাদের সঙ্গে জল স্প্রে করার মেশিন সঙ্গে রাখছি। এখনও পর্যন্ত ১১ টি গাড়ি কার্যকারী রয়েছে।"

শনিবার যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্সের পরিমান ছিল ৫০৪ , রবিবার তা ৪১০ হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দিল্লি পরিবহন মন্ত্রী গোপাল রায় (Gopal Rai) কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে চিঠি লিখেছেন যাতে বিএস ৬ ছাড়া অন্য কোন গাড়ি নিউ দিল্লি ক্যাপিটালে না ঢোকে।এর পাশাপাশি তিনি পাশের রাজ্যের মন্ত্রীদের সঙ্গেও আলোচনা সারেন।