Delhi : ঘন কুয়াশায় ব্যহত পরিষেবা, যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার আবেদন বিমানবন্দর কর্তৃপক্ষের
ঘন কুয়াশার জেরে দেরীতে উড়েছে প্রায় ১১০ টি বিমান, বাতিল ৭৯ টি বিমান যাত্রা
আবহাওয়াজনিত কারণে দিল্লিতে বিপর্যস্ত বিমান পরিষেবা। যার জেরে কোথাও যাওয়ার ক্ষেত্রে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নেওয়ার আবেদন জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে এই বিবৃতি জারি করেছে দিল্লি বিমানবন্দর (Delhi Airport) কর্তৃপক্ষ।
রবিবার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা না থাকায় বেশ কিছু ইন্ডিগোর বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটায়। সোমবার দিল্লিতে ঘন কুয়াশার আস্তরন দেখা যায়। আরকে পুরম এলাকায় তাপমাত্রার পরিমান ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে দেখা গেছে।
যদিও দিল্লিতে বাতাসের পরিমান দাঁড়িয়েছে অত্যন্ত খারাপ। দিল্লি পরিবহন দফতরের পক্ষ থেকে রবিবার নির্মানকার্যের পাশাপাশি বিএস ৩ এবং ৪ গাড়ির ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গেছে।
নিষেধাজ্ঞা জারি হতেই গাজিপুর এবং অপ্সরা সীমান্তের কাছে শুরু হয়েছে চেকিং। উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানাতে শীতল আবহওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।