Delhi: নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে মণিপুরে যেতে চান স্বাতী মালিওয়াল, আসতে নিষেধ মণিপুর সরকারের
নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে চেয়ে মণিপুরে যেতে চান দিল্লি ওম্যান কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল
মণিপুরে মহিলার ওপর হওয়া নির্যাতনের ঘটনায় এবার যৌন নির্যাতনের শিকার হওয়া মহিলাদের সঙ্গে কথা বলতে চেয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন দিল্লি ওমেন কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)।
তিনি জানিয়েছেন,"আমি মণিপুরের সরকারকে জানিয়েছি যে আমি রাজ্যে যেতে চাই এবং যৌন নির্যাতিতার সঙ্গে কথা বলতে চাই, মণিপুরের সরকারের তরফ থেকে আমি একটি চিঠি পেয়েছি যেখানে সরকার আমেকে এখানে আসতে বারণ করেছে কেননা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ভাল নয়, আমি শুধু মাত্র নির্যাতিতাদের সাহায্য করতে সেখানে যেতে চাই।
আমি মণিপুর সরকারের কাছে আপিল করছি যাতে তারা আমাকে মণিপুর যেতে দেয় এবং রিলিফ ক্যাম্পে যাওয়ার জন্য যাতে আমাকে ব্যবস্থা করে দেয় যেখানে নির্যাতিতা মহিলারা রয়েছেন। "
মহিলাদের ওপর হওয়া এই নির্যাতনের ঘটনায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মণিপুরের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর নিন্দার ঝড় ওঠে সামাজির মাধ্যমে। সংসদ ভবনও উত্তপ্ত হয়ে ওঠে। এই বিষয় নিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মণিপুরের সরকারকে।
সংরক্ষন নিয়ে হিংসার যে সূত্রপাত ঘটেছিল তা এখনও পর্যন্ত সঠিকভাবে বন্ধ হয়নি। এখনও অশান্ত হয়ে রয়েছে মণিপুর। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Asoke Gehlot) প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন যে, ভোটের কারণে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গা ঘুরতে পারলেও মণিপুরে যেতে পারছেন না বলে জানা তিনি। এর পাশপাশি মণিপুর ইস্যুতে আলোচনাসভা ডাকার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রীকে।