Delhi Excise Policy Case: মণীষ ও সঞ্জয়কে ১৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লি আদালত
আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) আগামী ১৯ মার্চ পর্যন্ত দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া (Manish Sisodia) এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে (Sanjay Singh) বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিল দিল্লি আদালত। এর আগে আদালতের ইডিকে নির্দেশ দিয়েছিল ৭ মার্চ পর্যন্ত হেফাজতে রাখার। তাই আজ আদালতের কাছে আবেদন করতে হয়েছিল সময়সীমা বাড়িয়ে দেওয়ার জন্য। তাই রউস অ্যাভিনিউ আদালত ১৯ মার্চ পর্যন্ত মণীষ এবং সঞ্জয়কে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হল। অন্যদিকে, এই মামলায় আগামী ১২ মার্চ ইডি আধিকারিকদের মুখোমুখি বসবেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।