CBI: টানা তিন দিন চিদাম্বরম পুত্রকে সিবিআই জেরা, জেরার আগে মজার জবাব কার্তি-র

চিনা নাগরিকদের ভিসা পাইয়ে দেওয়া কাণ্ডে টানা তিনদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরের ছেলে কার্তিকে জেরা করছে সিবিআই। আজ, শনিবার সকালে দিল্লিতে সিবিআই দফতের যান চিদাম্বরম পুত্র।

Karti Chidambaram (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৮ মে: চিনা নাগরিকদের ভিসা পাইয়ে দেওয়া কাণ্ডে টানা তিনদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরের সাংসদ ছেলে কার্তিকে (Karti Chidambaram) জেরা করছে সিবিআই। আজ, শনিবার সকালে দিল্লিতে সিবিআই দফতের যান চিদাম্বরম পুত্র। সিবিআই দফতরে ঢোকার মুখে কার্তি চিদাম্বরম সাংবাদিকদের মজার ছেলে বলেন, পাঁচদিন ধরে টেস্টে ম্যাচ চলছে, এটা সবে তৃতীয় দিন। জেরার নামে প্রহসন চলছে। ইতিমধ্যেই তাঁর অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। বাজেয়াপ্ত করেছে বেশ কিছু নথি।

এই নিয়ে গতকাল, শুক্রবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে লেখা চিঠিতে সাংসদ কার্তি চিদাম্বরম লেখেন, সাংসদের বাসভবনে সিবিআই তাঁর সংসদীয় বিশেষাধিকার লঙ্ঘন করা হয়েছে। আরও পড়ুন: লাদাখে পাহাড় থেকে নদীতে সেনা বাহিনীর গাড়ি, নিহত ৭ জওয়ান, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

পশ্চিমবাঙলার মত দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্তে সক্রিয় সিবিআই। বিরোধীদের অভিযোগ ২০২৪ ভোটের আগে বিজেপি-র চাপে এইসব কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।