Atishi Marlena:সাতসকালে অ্যাকশন মুডে অতিশী, ঘুরে বেড়ালেন দিল্লির রাস্তায়-রাস্তায়

সোমবার সকালে দিল্লির ওখলা এলাকার রাস্তাঘাট ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মচারীরা।

সাত সকালে অ্যাকশন মুডে অতিশী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন(Delhi Assembly Election)। আর ভোট (Vote) আবহে বিরোধীদের কোটে একটি বলও দিতে রাজি নন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। ভোটে যাতে দিল্লির রাস্তার(Road) বেহাল অবস্থাকে হাতিয়ার না করতে পারে বিরোধীরা তাই কোমর বেঁধে রাস্তায় নেমে পড়েছেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা(Delhi CM Atishi)। সোমবার কাকভোরে যখন প্রায় ঘুমে আচ্ছন্ন দিল্লিবাসী, তখন একেবারে রাস্তায় নেমে পড়লেন মুখ্যমন্ত্রী। সরেজমিনে খতিয়ে দেখলেন রাস্তার অবস্থা। সোমবার সকালে দিল্লির ওখলা(Okhla) এলাকার রাস্তাঘাট ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মচারীরা। এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অতিশী বলেন, "দুই দিন ধরে, অরবিন্দ কেজরিওয়াল এবং আমি দিল্লির রাস্তাগুলি পরিদর্শন করেছি এবং দেখেছি যে রাস্তাগুলির অবস্থা খুব খারাপ। অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই দলের সমস্ত বিধায়ক এবং মন্ত্রীদের কাজ করার আহ্বান জানিয়েছেন। শীঘ্রই দিল্লির রাস্তাগুলি পুনরুদ্ধরের কাজ শুরু হবে। আমি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিল্লির রাস্তাগুলির দায়িত্ব নিয়েছি। সৌরভ ভরদ্বাজ পূর্ব দিল্লির রাস্তাগুলি পরিদর্শন করবেন, গোপাল রায় উত্তর-পূর্ব দিল্লির রাস্তাগুলি পরিদর্শন করবেন। ইমরান হুসেন কেন্দ্রীয় এবং নয়াদিল্লি জেলার রাস্তাগুলি পরিদর্শন করবেন, কৈলাশ গেহলট দক্ষিণ-পশ্চিম এবং বাইরের দিল্লির জন্য এবং মুকেশ সেহরাওয়াত উত্তর-পশ্চিম দিল্লির দায়িত্বে থাকবেন। আগামী ৩-৪ মাসের মধ্যে, সমস্ত রাস্তা মেরামত করা হবে। দিওয়ালির মধ্যে আমরা দিল্লির মানুষকে গর্তমুক্ত রাস্তা দেওয়ার চেষ্টা করব।"

সাতসকালে অ্যাকশন মুডে অতিশী

কী বলছেন অতিশী? শুনুন



@endif