Delhi Budget: কেন্দ্রের হস্তক্ষেপে বাধা দিল্লির বাজেটে ! বাজেট বন্ধ না করার অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

আজ দিল্লিতে বাজেট পেশের কথা থাকলেও এই মুহূর্তে তা স্থগিত রয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মঙ্গলবার আপের দিল্লি সরকারের বাজেট পেশ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে।

Kejriwal Vs Modi photo Credit: Twitter@ANI

ফের দিল্লির আপ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্মুখ সমর।আজ দিল্লিতে বাজেট পেশের কথা থাকলেও এই মুহূর্তে তা স্থগিত রয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মঙ্গলবার আপের দিল্লি সরকারের বাজেট পেশ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাজেট বন্ধ না করার অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন।তিনি লিখেছেন-

"দেশের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি রাজ্য বাজেট বন্ধ করা হয়েছে। আপনি কেন দিল্লির জনগণের উপর বিরক্ত? তার জবাব চিঠিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী  কেজরিওয়াল।

 

দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারের পরে গত মাসের শেষের দিকে অর্থ দফতরের ভার যায় কৈলাস গেহলটের হাতে।সোমবার রাতে নতুন অর্থমন্ত্রী কৈলাস গেহলট বলেন, ১৭ মার্চ দিল্লির মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সময় কিছু রহস্যজনক কারণের কথা বলা হয়। এরপর সোমবার দুপুর দুটোয় তাঁকে বলা হয় এবং সন্ধে ছটা নাগাদ ফাইল পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি। সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, মঙ্গলবার বিধানসভায় যেন ২০২৩-২৪ সালের বাজেট পেশ করা না হয়।