Delhi: কফিনে শেষ চুম্বন, স্বামীকে বিদায় জানাতে অঝোরে কাঁদলেন ব্রিগেডিয়ারের স্ত্রী, দেখুন

ব্রিগেডিয়ারের কফিনে শেষ চুম্বন করে গীতিকা লিড্ডার বলেন, তিনি একজন শহিদের স্ত্রী। তাই শেষ বেলায় হাসি মুখেই বিদায় জানাবেন তাঁর স্বামীকে।

Brigadier LS Lidder's Wife (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১০ ডিসেম্বর: ব্রিগেডিয়ার এল এস লিড্ডারকে (Brigadier LS Lidder) বিদায় জানালেন স্ত্রী। কফিনে বন্দি স্বামীকে শেষ চুম্বন করলেন ব্রিগেডিয়ারের স্ত্রী গীতিকা লিড্ডার। ব্রিগেডিয়ার এল এস লিড্ডারের কফিন বন্দি দেহের সামনে এসেই তাঁর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। গীতিকা লিড্ডারের পাশাপাশি প্রয়াত ব্রিগেডিয়ারের মেয়েও ডুকরে কেঁদে ওঠেন। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গোটা দেশের মানুষের মন ভেঙে যায়। দেখুন...

 

ব্রিগেডিয়ারের কফিনে শেষ চুম্বন করে গীতিকা লিড্ডার বলেন, তিনি একজন শহিদের স্ত্রী। তাই শেষ বেলায় হাসি মুখেই বিদায় জানাবেন তাঁর স্বামীকে।

আরও পড়ুন:  General Bipin Rawat: কীভাবে ভেঙে পড়ল বিপিন রাওয়াতের হেলিকপ্টার, দুর্ঘটনাস্থলে বায়ুসেনার আধিকারিকরা

অন্যদিকে এল এস লিড্ডারের মেয়ে আসনা জানান, বাবা তাঁর সঙ্গে ১৭ বছর কাটিয়েছেন। এই ১৭ বছরে তিনি বুঝতে পেরেছেন বাবা যেমন তাঁর, তেমিন গোটা দেশের জন্য তিনি নিবেদিত। তাই শেষ বেলায় হাসি মুখে তাঁর বাবাকে বিদায় জানাতে চান বলে জানান ব্রিগেডিয়ার কন্যা।