Delhi: সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ১১ বছরের কিশোরের

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটে ১৪ ই মে। নিজের বাবার সঙ্গে সুইমিং পুলে যায় ১১ বছরের ওই কিশোর। তাঁর বাবার একটি ফান আসায় কিছু সময়ের জন্য তিনি বাইরে যান। ফিরে এসে দেখেন সুইমিং পুলের এক প্রান্তে জলে ভেসে রয়েছে ছেলে।

ছবিঃ Pixabay

নয়াদিল্লিঃ সুইমিং পুলে ডুবে মৃত্যু হল ১১ বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে উত্তর  দিল্লির আলিপুরে। জানা গিয়েছে, আলিপুর অঞ্চলে দুই পুলিশ অফিসারের স্ত্রী মিলে একটি সুইমিং পুলটি চালান। সেখানেই ডুবে মৃত্যু হয়েছে ওই কিশোরের। এই ঘটনার প্রতিবাদে আলিপুর থানার সামনে বিক্ষোভ দেখায় মৃত বালকের পরিবার। পুরো ঘটনার তদন্ত করছে আলিপুর থানার পুলিশ। তদন্তে নেমে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটে ১৪ ই মে। নিজের বাবার সঙ্গে সুইমিং পুলে যায় ১১ বছরের ওই কিশোর। তাঁর বাবার একটি ফোন আসায় কিছু সময়ের জন্য তিনি বাইরে যান। ফিরে এসে দেখেন সুইমিং পুলের এক প্রান্তে জলে ভেসে রয়েছে ছেলে। জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃত কিশোরের পরিবার। আলিপুর থানার সামনে বিক্ষোভ দেখায় তাঁরা। ডেপুটি কমিশনার অফ পুলিশ রবি সিং জানিয়েছেন, এই ঘটনায় ৩০৪ A ধারায় (অবহেলায় মৃত্যু) মামলা রুজু করা হয়েছে। যদিও তদন্তে নেমে সন্দেহজনক কিছু মেলেনি পুলিশের হাতে। জলে ডুবে মৃত্যু , নাকি এই ঘটনার পিছনে দায়ী অন্য কেউ তা খতিয়ে দেখছে আলিপুর থানার পুলিশ।

 

 



@endif