SpiceJet Flight Takes-Off Without ATC's Clearance: এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের অনুমতি না নিয়েই উড়ল স্পাইসজেটের বিমান! হুলস্থুল রাজকোট বিমানবন্দরে
এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) অনুমতি না নিয়েই রানওয়ে ছাড়ল স্পাইসজেটের বিমান (SpiceJet Flight)। গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোট (Rajkot) বিমানবন্দরে। দিল্লিগামী (Delhi) স্পাইসজেটের বিমানি এটিসি-র অনুমতি না নিয়েও টেক-অফ (Take-Off) করে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation)।
নতুন দিল্লি, ২ জানুয়ারি: এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) অনুমতি না নিয়েই রানওয়ে ছাড়ল স্পাইসজেটের বিমান (SpiceJet Flight)। গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোট (Rajkot) বিমানবন্দরে। দিল্লিগামী (Delhi) স্পাইসজেটের বিমানি এটিসি-র অনুমতি না নিয়েও টেক-অফ (Take-Off) করে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation)।
রাজকোট বিমানবন্দরের ডিরেক্টর বলেছেন, ৩০ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে। বিমানের পাইলট এটিসি রাজকোটের কাছ থেকে বাধ্যতামূলক অনুমোদন নেননি বিমান টেক অফের জন্য। ঘটনার বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের কাছে।" আরও পড়ুন: Omicron Cases In India: দৈনিক সংক্রমণ বাড়ল তিনগুণ, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫২৫
জানা গিয়েছে, নির্ধারিত সময়েই ৩০ ডিসেম্বর আকাশে ওড়ার কথা ছিল স্পাইসজেটের এসজি-৩৭০৭ বিমানটির। তবে দেখা যায়, বিমানের পাইলট আচমকা বিমান টেক অফ করান এটিসি-র অনুমতি না নিয়েই। বিষয়টি নিয়ে কারণ জানতে চাইলে পাইলট জানান যে তাঁর ভুল হয়েছে। তিনি ক্ষমাও চান। জানা গিয়েছে, বিমান সংস্থা ওই পাইলটকে আপাতত বসিয়ে দিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। যে কোনও বিমানবন্দরের রানওয়ে থেকে বিমান টেক-অফ করাতে গেলে বাধ্যতামুলক ভাবে এটিসি-র অনুমতি নিতে হয় বিমাননের পাইলটকে।