Delhi Blast: রবির সকালে দিল্লির সিআরপিএফ স্কুলের বাইরে আচমকা বিস্ফোরণ, এলাকা জুড়ে ছড়িয়েছে দুর্গন্ধ

ঘটনাস্থলে ডাকা হয়েছে ফরেন্সিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে। আনা হয়েছে স্নিফিং ডক।

Delhi CRPF School Outside Blast (Photo Credits: ANI)

দিল্লি, ২০ অক্টোবরঃ  রবির সকাল সকাল দিল্লিতে (Delhi) আচমকা বিস্ফোরণের খবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের স্কুলের (CRPF School) বাইরে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। রবিবার সকালে রাজধানীর রোহিনী জেলার প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সকাল ৭টা ৪৭ মিনিট নাগাদ দমকল বাহিনীর কাছে বিস্ফোরণের খবর আসে। তৎক্ষণাৎ দুটি ইঞ্জিন রওনা দেয় ঘটনাস্থলের উদ্দেশ্যে।

খবর দেওয়া হয় দিল্লি পুলিশেও (Delhi)। সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, উচ্চ মাত্রার ওই বিস্ফোরণের জেরে সিআরপিএফ স্কুলের বাইরের দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের দুর্গন্ধ ছড়িয়েছে এলাকা জুড়ে। এছাড়াও পাশের একটি দোকানের কাঁচ এবং দোকানের কাছে রাখা একটি গাড়ির কাঁচ ভেঙে পড়েছে। তবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণ... 

ঘটনাস্থলে ডাকা হয়েছে ফরেন্সিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে। আনা হয়েছে স্নিফিং ডক। সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।