IPL Auction 2025 Live

Delhi: মণিপুর হিংসার ঘটনায় তদন্তের দাবি জানিয়ে রাষ্ট্রপতির ভবনে কংগ্রেস

মণিপুরে হিংসার ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার আবেদন জানানো হয় কংগ্রেস আট সদস্যের কমিটির তরফে

Photo Credit IANS

মণিপুরে হিংসার ঘটনা নিয়ে তদন্তের দাবিতে এবং এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ার আবেদন জানিয়ে কংগ্রেসের ৮ সদস্যের দল দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদা মূর্মূর সঙ্গে।এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করেন রাষ্ট্রপতি ভবনে

৩ মে মণিপুরে সংরক্ষন নিয়ে হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে। হিংসা দমনে সেনার সাহায্য চায় মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সেনার এবং আসাম রাইফেলসের তত্ববধানে নিয়ন্ত্রনে আনা হয় পরিস্থিতি।হিংসার এই ঘটনায় বেশ কিছু এলাকায় জারি করা হয় কার্ফু।

কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বধীন কমিটি গঠন করে মণিপুরের হিংসার তদন্তের জন্য আবেদন করা হয় রাষ্ট্রপতির কাছে।এর আগে মণিপুরে হিংসার ঘটনা খতিয়ে দেখতে এবং গ্রাউন্ড রিপোর্ট তৈরি করতে একটি কমিটি গঠন করেছিলেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে।