Delhi Air Pollution: দীপাবলি-ছট পুজোর আগেই দিল্লির বাতাসের গুণগত মান 'খুব খারাপ', শ্বাসরুদ্ধ অবস্থা, বাড়ছে উদ্বেগ
রাজধানী এবং সংলগ্ন এলাকাজুড়ে বায়ু মানের সূচক ‘অতি খারাপ’এর পর্যায়ে চিহ্নিত করেছে পরিবেশ দফতর। যমুনার দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলেও চিহ্নিত করছে পরিবেশবিদরা। তাঁরা জানাচ্ছেন, জলে অ্যামোনিয়া এবং ফসফেটের পরিমাণ বেড়ে গেলে এই ধরণের ফেনার সৃষ্টি হয়।
নয়া দিল্লি, ২২ অক্টোবরঃ মাত্রা ছাড়াচ্ছে রাজধানী দিল্লির দূষণ (Delhi Air Pollution)। দীপাবলির (Diwali 2024) আগেই রাজধানী এবং সংলগ্ন এলাকাজুড়ে বায়ু মানের সূচক ‘অতি খারাপ’এর পর্যায়ে চিহ্নিত করেছে পরিবেশ দফতর। রাজধানীর দূষণ কমাতে এবং বাতারের গুণগত মান উন্নতির লক্ষ্যে 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান'-এর (GRAP) ঘোষণা করেছে দিল্লির সরকার। যার মধ্যে দিয়ে দূষণ সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম যেমন নির্মাণস্থলে ধূলিকণা প্রশমন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত রাস্তা পরিষ্কার ইত্যাদিতে জোর দেওয়া হয়। যানবাহন থেকে নির্গত ধুলোবালি প্রতিনিয়ত বাতাসে মিশে বায়ুর গুণগত মান আরও খারাপের পর্যায়ে নিয়ে যাচ্ছে। পিডব্লুডি-র তরফে যানবাহনের ধুলো দূষণ কমাতে জাতীয় রাজধানীর বিভিন্ন অংশে জল ছড়ানোর হচ্ছে।
দিল্লির বায়ুদূষণের পাশাপাশি যমুনার (Yamuna River) দূষণ নিয়েও বাড়ছে উদ্বেগ। গত কয়েকদিন যাবত যমুনার জলে ভাসতে দেখা যাচ্ছে বিষাক্ত সাদা ফেনা। যা স্বাভাবিক ভাবেই ভয় ধরাচ্ছে দিল্লিবাসীকে। যমুনার দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলেই চিহ্নিত করছে পরিবেশবিদরা। তাঁরা জানাচ্ছেন, জলে অ্যামোনিয়া এবং ফসফেটের পরিমাণ বেড়ে গেলে এই ধরণের ফেনার সৃষ্টি হয়। এই ফেনা শরীরের জন্যে ভীষণই ক্ষতিকারক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অথচ গত কয়েক দিনে বিষাক্ত ফেনাযুক্ত যমুনার জলেই বহু দিল্লিবাসীকে স্নান করতে দেখা গিয়েছে। এদিকে কিছু দিন বাদেই ছট পুজো। সেই সময়ে যমুনার জলে স্নান করার ঢল নামবে। তবে পুণ্যার্থীদের যমুনা স্নান এড়িয়ে যাওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকেরা।
যমুনার জলে ফেনা অব্যাহত...
সামনেই কালীপুজো। দিল্লির বায়ুদূষণের মাত্রা যে আরও বাড়তে চলেছে সে কথা বলাই বাহুল্য। তবে আগে থেকেই রাজধানীবাসীকে সাবধান করছেন মুখ্যমন্ত্রী অতিশী। দীপাবলিতে আতশবাজি না পড়ানোর জন্যেই অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। ছট পুজো এবং কালীপুজোর পর দিল্লির দূষণের মাত্রা কোন পর্যায়ে দাঁড়াতে চলেছে তা ভেবেই স্তম্ভিত রাজ্যবাসী। এদিকে দিল্লির বায়ুদূষণ ঘিরে আম আদমি পার্টি (AAP) এবং বিজেপির (BJP) মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।