Kanwar Yatra 2021: অতিমারীর গেরো, কানওয়ার যাত্রায় নিষেধাজ্ঞা জারি দিল্লির

উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য কানওয়ার যাত্রায় (Kanwar Yatra 2021) নিষেধাজ্ঞা জারির পর দিল্লিও সেই পথে হাঁটল৷ দিল্লি প্রশাসনের তরফে রবিবার এই মর্মে জানানো হয় যে করোনাকলে কানওয়ার যাত্রা সংক্রান্ত যে কোনও কর্মকাণ্ডই নিষিদ্ধ৷

কানওয়ার যাত্রা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৯ জুলাই: উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য কানওয়ার যাত্রায় (Kanwar Yatra 2021) নিষেধাজ্ঞা জারির পর দিল্লিও সেই পথে হাঁটল৷ দিল্লি প্রশাসনের তরফে রবিবার এই মর্মে জানানো হয় যে করোনাকলে কানওয়ার যাত্রা সংক্রান্ত যে কোনও কর্মকাণ্ডই নিষিদ্ধ৷ এই প্রসঙ্গে দিল্লি বিপর্যয় তদারকি কমিটি রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীতে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চলতি কানওয়ার যাত্রা ২০২১-এর অনুমোদন দেওয়া যাচ্ছে না৷ এি প্রসহ্গে দিল্লির মুখ্য সচিব বিজয় দেবের নির্দিশিক বলছে, “আগামী ২৫ জুলাই থেকে চলতি বছরের কানওয়ার যাত্রার সূচনা৷ তবে তা সত্ত্বেও কানওয়ার যাত্রায় নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে৷” দিল্লির করোনা প্রতিরোধক কমিটির তরফে দিল্লির সরকার, প্রশাসন ও জেলা স্তরেও বিষয়টি জানানো হয়েছে৷  আরও পড়ুন-PM Narendra Modi: কোভিড প্রতিষেধক নিলেই হবেন বাহুবলি, কী বললেন নমো?

মূলত যোগীর রাজ্যে কানওয়ার যাত্রা নিষিদ্ধ হওয়ার পরেই এই নিয়ে পদক্ষেপ করল দিল্লির বিপর্যয় মোকাবিলা কমিটি৷ কারণ উত্তরপ্রদেশ সরকার প্রথমে কানওয়ার যাত্রায় অনুমতি দিয়েছিল৷ গত শুক্রবার সুপ্রিম কোর্ট যোগীর সরকারকে এই অনুমোদনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে বলে৷ সোমবার পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল৷ বলাবাহুল্য, এরপর যোগী আদিত্যনাথের সরকারের তরফে চলতি বছরের কানওয়ার যাত্রা নিষিদ্ধ হয়ে যায়৷ গত বৃহস্পতিবার উত্তরাখণ্ড ও রাজস্থান সরকারের তরফে চলতি বছরের কানওয়ার যাত্রার উপরে বিধিনিষেধ আরোপ হয়৷ গত বছরেরও কানওয়ার যাত্রা নিষিদ্ধ ছিল৷ হাজার হাজার শিবভক্ত পায়ে হেঁটে বা ট্রাকে চড়ে হরিদ্বারের গঙ্গায় জল আনতে যায়৷ মূলত জুলাইয়ের শেষ থেকে আগস্টে প্রথম সপ্তাহ পর্যন্ত কানওয়ার যাত্রায় যায় পুণ্যার্থীরা৷