Rajendra Pal Gautam: কংগ্রেসে যোগ আপ বিধায়ক রাজেন্দ্র পালের, দিল্লি বিধানসভায় হাতের অভিষেক
দিল্লির রাজনীতিতে হাত বদলের চমক। অরবিন্দ কেজরিওয়ালের জেলযাত্রার পর থেকেই আম আদমি পার্টিকে ভাঙার সব চেষ্টাই করেছে বিজেপি। এমন অভিযোগ বারবার করছে আপ নেতৃত্ব।
নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর: AAP MLA Rajendra Pal Gautam Joins Congress: দিল্লির রাজনীতিতে হাত বদলের চমক। অরবিন্দ কেজরিওয়ালের জেলযাত্রার পর থেকেই আম আদমি পার্টি (AAM Adami Party)কে ভাঙার সব চেষ্টাই করেছে বিজেপি (BJP)। এমন অভিযোগ বারবার করছে আপ নেতৃত্ব। সম্প্রতি আম আদমি পার্টির বেশ কয়েকজন জন প্রতিনিধি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আপ ছেড়ে পদ্মে যোগ। দিল্লির রাজনীতিতে এমনটাই বারবার হচ্ছে। কিন্তু এবার একেবারে অন্যরকম নয়। বিজেপিতে নয়, কেজরিওয়ালের বিধায়ক রাজেন্দ্র পাল গৌতম (Rajendra Pal Gautam) যোগ দিলেন কংগ্রেসে।
ক'মাস আগেই লোকসভায় দিল্লিতে জোট গড়ে লড়েছিল আপ ও কংগ্রেস। তবে এই জোট দিল্লি লোকসভার সব কটি আসনেই হারে। তবে আগামী বছর হতে চলা দিল্লি বিধানসভা নির্বাচনে আপ ও কংগ্রেসের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা কম।
দেখুন কংগ্রেসে যোগ দিলেন আপ বিধায়ক রাজেন্দ্র পাল গৌতমের
রাজেন্দ্রর দলবদলে বেশ কয়েক বছর পর দিল্লি বিধানসভায় থাকতে চলেছে কংগ্রেসের বিধায়ক। গত দুটি দিল্লি বিধানসভা নির্বাচন কংগ্রেস একটি আসনও পায়নি। দিল্লি বিধানসভা কেজরিওয়ালের ক্যারিশ্মা বিজেপি যেমন কার্যত নিশ্চিহ্ন হয়, ঠিক তেমনই কংগ্রেস পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে। কেসি বেনুগোপাল, পবন খেরার হাত ধরে কংগ্রেসের দলীয় পতাকা হাতে দিয়ে কেজরির দলের সদ্য প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র পালের অভিযোগ, আপ এখন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করেন তিনি।