Delhi:খেলতে গিয়ে আর বাড়ি ফেরা গল না! হাই ড্রেনে পড়ে মৃত্যু ৭ বছরের প্রিন্সের

একটি পাঁচ ফুট গভীর ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। সেটি উদ্ধার করতে ডুবুরিদের সাহায্য নিতে হয়। কেউ তাকে ধাক্কা দিয়েছিল না নিজেই সেই ড্রেনে পড়ে যায় শিশুটি তা খতিয়ে দেখছে পুলিশ।

Dead Body Representative photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ খেলতে গিয়েছিল শিশু। তারপর থেকে নিখোঁজ(Missing)। হন্যে হয়ে ছেলেকে খুঁজে গিয়েছেন মা। অবশেষে পেলেন। তবে মৃত(Dead) অবস্থায়। খোলা ড্রেন(Drain)থেকে পাওয়া গেল ছেলের দেহ। ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) ওয়াজিরপুরে। খোলা ড্রেনে পড়েই মৃত্যু হয়েছে সাত বছরের প্রিন্সের(Prince)। রবিবার বিকেলের পর ছেলে বাড়ি না ফেরায় পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন প্রিন্সের মা। এরপরই অনুসন্ধান চালায় পুলিশ। সোমবার একটি খোলা হাই ড্রেন থেকে উদ্ধার হয় তার দেহ। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রিন্সের মা। তাঁর অভিযোগ, এলাকায় পর্যাপ্ত শৌচালয় না থাকার কারণে ড্রেন ব্যবহার করতে হয়। ছেলেও ড্রেন ব্যবহার করতে গিয়ে পড়ে গিয়েছে বলে দাবি তাঁর। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ওয়াজিরপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন নিহতের মা। পুলিশ জানিয়েছে, একটি পাঁচ ফুট গভীর ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। সেটি উদ্ধার করতে ডুবুরিদের সাহায্য নিতে হয়। কেউ তাকে ধাক্কা দিয়েছিল না নিজেই সেই ড্রেনে পড়ে যায় শিশুটি তা খতিয়ে দেখছে পুলিশ।