Delhi: মশার কয়েলের বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ৬ জনের, দিল্লিতে মর্মান্তিক ঘটনা

দিল্লির শাস্ত্রী পার্কে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছে এক শিশুও। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।

Representational Image (Photo Credits: Pixabay)

দিল্লি, ৩১ মার্চ: ৬ জনের মর্মান্তিক মৃত্যু দিল্লির (Delhi) শাস্ত্রী নগরে। মশার কয়েল জ্বালানোয় যে কার্বন মনোঅক্সাইড বের হয়, গোটা রাত ধরে তা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে পরপর ৬ জনের মৃত্যু হয় দিল্লিতে। ঘুমন্ত অবস্থাতেই একই পরিবারের পরপর ৬ জনের মৃত্যু হয় বলে খবর। তবে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

দিল্লির শাস্ত্রী পার্কে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছে এক শিশুও। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।

শুক্রবার সকালে ৯টা নাগাদ পুলিশ খবর পায় শাস্ত্রী পার্কের একটি বাড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছনোর পর জানা যায়, ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ৬ জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। জানা যায়, মশার কয়েল বিছানার উপর পড়ে গিয়ে দমবন্ধ হয়ে পরপর ৬ জনের মৃত্যু হয় শাস্ত্রী পার্কে।