Narendra Modi: দুর্ঘটনার পর নিখোঁজ ইরানের প্রেসিডেন্টের চপার! উদ্বেগের মধ্যেও রইসির সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi, Iran PM (Photo Credit: Twitter/ANI)

বর্তমানে লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর মাঝেই তাঁর কানে এসেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির (Ebrahim Raisi) নিখোঁজ হওয়ার খবর। তিনি কেমন রয়েছেন তা এখনও জানা যায়নি। জোরকদমে চলছে তল্লাশি অভিযান। এরমধ্যেই রইসির সুস্থতা কামনা জানাতে টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে টুইট করেন, আজ প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি। এবং এই নিয়ে আমিও গভীরভাবে উদ্বিগ্ন। আকষ্মিক এই দুর্ঘটনায় আমরা ইরানে বসবাসকারী জনগণের সাথে একাত্মতা প্রকাশ করছি। সেই সঙ্গে রাষ্ট্রপতি ও তার সহকর্মীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।

প্রসঙ্গত, রবিবার রইসি আজারবাইজান সফরে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল আরাস নদীর ওপর বাঁধের উদ্বোধন। সঙ্গে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং আজারবাইজানের গভর্নর আয়াতুল্লাহ আল হাশেম। কিন্তু সেদেশের সীমান্তবর্তী এলাকা জোলফার কাছে হঠাৎই চপারটি হার্ড ল্যান্ডিং করতে হয়। জানা যাচ্ছে, সেই সময় প্রবল দুর্যোগের সম্মুখীন হয়েছিল হেলিকপ্টারটি। প্রবল ঝড়বৃষ্টি তো বটেই, এমনকী গভীর কুয়াশার কারণে কমে গিয়েছিল দৃশ্যমানতা। সন্দেহ করা হচ্ছে সেই সময় স্থানীয় কোন পাহাড়ে ধাক্কা লাগে সেটি। যে কারণে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছে অনেকে।

ইতিমধ্যেই ওই এলাকায় দফায় দফায় তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। কিন্তু কোনও কিছুই তাঁদের হাতে আসেনি। যার ফলে উদ্বিগ্ন সকলেই। কোথায় রয়েছেন এবং কেমন রয়েছেন ইরানের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং আজারবাইজানের গভর্নর, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এমনিতেই দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। যদিও বর্তমানে দুই দেশের সরকারই সম্পর্ক ভালো করতে আগ্রহী ছিল। কিন্তু এই ঘটনার পর সম্পর্ক কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।