Mumbai Building Collapse Update: মুম্বইতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

মুম্বইয়ে বহুতল ভেঙে (Mumbai Building Collapse) পড়ার ঘটনায় ধ্বংসস্তূপ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার চলছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হল। যুদ্ধকালীন তংপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। টানা বর্ষণের জেরে বৃহস্পতিবার মুম্বইয়ের মালভানি এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। এর রেশ কাটতে না কাটতে ফোর্ট এলাকায় আরও একটি বহুতল ভেঙে পড়ার খবর পাওয়া যায়। বিকেল ৫টা নাগাদ ফোর্ট এলাকার মিন্ট রেডে লাকি হাউজের কাছে একটি সাততলা বহুতলের একাংশ ভেঙে পড়ে। এদিকে বাড়ি ভাঙার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন, দু'টি উদ্ধারকারী গাড়ি এবং প্রায় ১০টি অ্যাম্বুল্যান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

বহুতল ভাঙল মুম্বইতে (Photo Credits: ANI)

মুম্বই, ১৭ জুলাই: মুম্বইয়ে বহুতল ভেঙে (Mumbai Building Collapse) পড়ার ঘটনায় ধ্বংসস্তূপ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার চলছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হল। যুদ্ধকালীন তংপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। টানা বর্ষণের জেরে বৃহস্পতিবার মুম্বইয়ের মালভানি এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। এর রেশ কাটতে না কাটতে ফোর্ট এলাকায় আরও একটি বহুতল ভেঙে পড়ার খবর পাওয়া যায়। বিকেল ৫টা নাগাদ ফোর্ট এলাকার মিন্ট রেডে লাকি হাউজের কাছে একটি সাততলা বহুতলের একাংশ ভেঙে পড়ে। এদিকে বাড়ি ভাঙার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন, দু'টি উদ্ধারকারী গাড়ি এবং প্রায় ১০টি অ্যাম্বুল্যান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। আরও পড়ুন-WBCHSE HS Result 2020: শুক্রবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, জানতে টাইপ করুন http://wbresults.nic.in/

গত দু'দিন থেকে মুম্বইয়ে অবিরাম বৃষ্টি হচ্ছে। বহু এলাকা জলের তলায়। আরও ১৮ ঘণ্টা শহর এবং শহরতলি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর আগে বুধবারই গ্র্যান্ড রোড এলাকায় বহুতল ভেঙে দু'জন জখম হয়েছিলেন। টানা বৃষ্টিতেই পুরোনা বাড়িরগুলি একেবারে মরণ ফাঁদ হয়ে রয়েছে। প্রশাসনের বক্তব্য, ওই বহুতল খালি করে সংস্কারের কাজ চলছিল। বাড়ি খালি করে দেওয়ার নোটিস দেওয়া হলেও তবুও কিছু মানুষ জোর করে সেখানে বসবাস করছিলেন।' এদিকে, মুখ্য দমকল আধিকারিক (CFO) প্রভাব রাহাংদালে জানিয়েছেন,'ধসের তলায় কয়েকজন চাপা পড়ে আছে এবং ভেঙে পড়া ভবনের অবশিষ্ট অংশে অনেকে আটকে পড়েছেন। আটকে পড়া মানুষদের উদ্ধারকাজ জোর কদমে চলছে।'

পুরসভার তরফে বহুতলটি বিপজ্জনক আখ্যা দেওয়া হলেও সেখানকার ২০টি পরিবার বাসিন্দা সরছিল না। এমনটাই দাবি বিএমসি-র। দুর্ঘটনার সময় সবাই বহুতলেই ছিল।