Coronavirus Death Toll: মেরঠে করোনার বলি ৭২-এর বৃদ্ধ, এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪৯
করোনাভাইরাসের (coronavirus) গ্রাসে ভারতে মৃতের সংখ্যা এখন ৪৯। এদিন উত্তরপ্রদেশে ফের এক করোনা আক্রান্তের মৃত্যুর পরেই প্রায় ৫০-এর কোঠায় পৌঁছে গেল মৃত্যুর পদধ্বনি। সংবাদ সংস্থা এএনআই-এর টুইটানুসারে মেরঠে কোভিড-১৯ পজিটিভ রোগীর মৃত্যু হল আজ। এনিয়ে উত্তরপ্রদেশে করোনা আক্রান্তেমৃতের সংখ্যা পৌঁছালো দুয়ে। মৃত ব্যক্তির জামাইও করোনা আক্রান্ত হয়ে সেই মেরঠ মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। গত দুদিন ধরেই তাঁর দুজনে ভেন্টিলেশনে ছিলেন। এখন জামাই একাই আছেন। মৃত ৭২ বছরের বৃদ্ধ জামাইয়ের থেকেই সংক্রামিত হয়েছিলেন। জামাই কোভিড-১৯ পজিটিভ অবস্থাতে মহারাষ্ট্রের অমরাবতী থেকে মেরঠে শ্বশুরবাড়িতে ফেরেন।
লখনউ, ১ এপ্রিল: করোনাভাইরাসের (coronavirus) গ্রাসে ভারতে মৃতের সংখ্যা এখন ৪৯। এদিন উত্তরপ্রদেশে ফের এক করোনা আক্রান্তের মৃত্যুর পরেই প্রায় ৫০-এর কোঠায় পৌঁছে গেল মৃত্যুর পদধ্বনি। সংবাদ সংস্থা এএনআই-এর টুইটানুসারে মেরঠে কোভিড-১৯ পজিটিভ রোগীর মৃত্যু হল আজ। এনিয়ে উত্তরপ্রদেশে করোনা আক্রান্তেমৃতের সংখ্যা পৌঁছালো দুয়ে। মৃত ব্যক্তির জামাইও করোনা আক্রান্ত হয়ে সেই মেরঠ মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। গত দুদিন ধরেই তাঁর দুজনে ভেন্টিলেশনে ছিলেন। এখন জামাই একাই আছেন। মৃত ৭২ বছরের বৃদ্ধ জামাইয়ের থেকেই সংক্রামিত হয়েছিলেন। জামাই কোভিড-১৯ পজিটিভ অবস্থাতে মহারাষ্ট্রের অমরাবতী থেকে মেরঠে শ্বশুরবাড়িতে ফেরেন।
ওই পরিবারের ১৬ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ মিলেছে। সবাইকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার করোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মেরঠ। একই দিনে সেখানে ১৯ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। প্রথম হচ্ছে গৌতম বুদ্ধ নগর। যেখানে উত্তরপ্রদেশে সবথেকে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ওই অঞ্চল থেকেই ৩৮ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাস। আরও পড়ুন-CBSE Board Exams 2020 Update: লকডাউনে স্থগিত সিবিএসই-র বোর্ড পরীক্ষা, দুশ্চিন্তা কাটাতে টুইটে পড়ুয়াদের আশ্বাস অরুণাচলের মুখ্যমন্ত্রীর
উত্তরপ্রদেশ সরকারের তথ্য বলছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। সোমবার বিকেলে বিআরডি হাসপাতালে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়। মৃত যুবক গোরক্ষপুরের বাসিন্দা। যদিও তখনও তাঁর লালারসের নমুনা রিপোর্ট আসেনি। বুধবার সেই রিপোর্ট এলে দেখা যায়, করোনায় সংক্রামিত ছিলেন ওই যুবক।