Dearness Allowance Raised by 4 Percent: করোনা আতঙ্কেই সুখবর, ৪ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) এই ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। মুদ্রাস্ফীতি এবং প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির উপর ভিত্তি করে ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার (Central government)। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক বেতন প্রতি মাসে ৭২০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বাড়বে। কেন্দ্রীয় সরকার এর আগে বলেছিল যে বর্ধিত মহার্ঘভাতা ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যকর হবে। বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়া হবে।

ফাইল ফোটো Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৩ মার্চ: ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) এই ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। মুদ্রাস্ফীতি এবং প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির উপর ভিত্তি করে ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার (Central government)। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক বেতন প্রতি মাসে ৭২০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বাড়বে। কেন্দ্রীয় সরকার এর আগে বলেছিল যে বর্ধিত মহার্ঘভাতা ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যকর হবে। বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়া হবে।

মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ প্রতিবছর যথাক্রমে ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর হয় এবং যথাক্রমে মার্চ এবং সেপ্টেম্বর মাসে প্রদান করা হয়। আরও পড়ুন: Lottery Sambad Result: রাজ্য লটারির টিকিট কেটেছেন? ফল জানুন অনলাইনে

গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতার হার বেসিক বেতনের ১২ শতাংশ থেকে ১৭ শতাংশ করেছে। ১ জুলাই থেকে তা কার্যকর হয়েছে।



@endif