Nirbhaya Case: ফাঁসির একদিন আগে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের নির্ভয়া মামলায় আসামির
ফাঁসি এড়ানোর চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে নির্ভয়াকাণ্ডে (Nirbhaya Case) চার আসামি (Convicts)। আগামীকাল সকাল ৬টায় দিল্লির তিহার জেলে (Tihar Jail) ফাঁসি হওয়ার কথা নির্ভয়াকাণ্ডে ৪ আসামির। ঠিক একদিন আগে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করল অপরাধী পবন। অপরাধের সময় সে নাবালক ছিল বলে আবারও সে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে। পবন গুপ্তার দাবি, ২০১২ সালের গণধর্ষণ ও হত্যার সময় সে নাবালক ছিল। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট একই আবেদন খারিজ করে দেয়ে। পবন সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়েছে। যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে একবার প্রত্যাখ্যান করা হয়েছে, বারবার বয়স নিয়ে আইনি লড়াই করা যায় না।
নতুন দিল্লি, ৩১ জানুয়ারি: ফাঁসি এড়ানোর চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে নির্ভয়াকাণ্ডে (Nirbhaya Case) চার আসামি (Convicts)। আগামীকাল সকাল ৬টায় দিল্লির তিহার জেলে (Tihar Jail) ফাঁসি হওয়ার কথা নির্ভয়াকাণ্ডে ৪ আসামির। ঠিক একদিন আগে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করল অপরাধী পবন। অপরাধের সময় সে নাবালক ছিল বলে আবারও সে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে। পবন গুপ্তার দাবি, ২০১২ সালের গণধর্ষণ ও হত্যার সময় সে নাবালক ছিল। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট একই আবেদন খারিজ করে দেয়ে। পবন সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়েছে। যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে একবার প্রত্যাখ্যান করা হয়েছে, বারবার বয়স নিয়ে আইনি লড়াই করা যায় না।
আদালত ফাঁসির সাজা শোনানোর পর থেকেই চার অপরাধী ফাঁসির সাজা এড়াতে চেয়ে ও ফাঁসি কার্যকর করার পথে বিলম্ব করেছে বারে বারে আদালতে আবেদন করে। সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে আসামিরা। তাছাড়া দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে গতকাই আসামিদের আইনজীবী আগামীকাল ফাঁসি কার্যকর রুখতে আবেদন করেছে। আরও পড়ুন: Farrukhabad: ফাররুখাবাদ অপহরণ কাণ্ডের এনকাউন্টারে খতম সুভাষ বথামের স্ত্রীকে পিটিয়ে মারল জনতা
এদিকে ইতিমধ্যেই তিহার জেলে শুরু হয়েছে ফাঁসির প্রস্তুতি। পবন জল্লাদ পৌঁছেছেন তিহার জেলে। পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়ার চার দোষীকে। পবন ফাঁসির জন্য দড়ি ও অন্য জিনিসপত্র পরীক্ষা করবেন। এছাড়া তিনি ফাঁসির মহড়াও করবেন। মেরঠের বাসিন্দা পবন জল্লাদ নির্ভয়াকাণ্ডে ৪ আসামির ফাঁসি দেবে।