Karnataka Shocker: খাওয়ার সময় গণ্ডগোলের জের, বৃদ্ধ বাবাকে কুপিয়ে খুন করল মেয়ে

রাতে খাওয়ার সময় গণ্ডগোল হয়েছিল। এর জেরে বাবাকে কুপিয়ে খুন করল মেয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের রামনগর জেলার চান্নাপাটনা তালুকের নয়িদোল গ্রামে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

রামনগর: রাতে খাওয়ার (dinner) সময় গণ্ডগোল (argument) হয়েছিল। এর জেরে বাবাকে কুপিয়ে খুন করল (hacked to death) মেয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) রামনগর জেলার (Ramanagar district) চান্নাপাটনা (Channapatna) তালুকের নয়িদোল (Nayidole) গ্রামে। মৃত ব্যক্তির নাম হুচ্চিরাইয়া। ঘটনার পর থেকে পলাতক তাঁর মেয়ে পুষ্পা। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, ৩০ বছরের পুষ্পার কয়েক বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু, বরের সঙ্গে গণ্ডগোলের জেরে কিছুদিন বাদেই বাপের বাড়ি ফিরে এসেছিল সে। তারপর থেকে বাবার সঙ্গেই থাকত। এমনিতে সব ঠিক থাকলেও মাঝে মাঝে মানসিক ভারসাম্য (mentally disturbed) হারিয়ে ফেলত পুষ্পা। মঙ্গলবার রাতে বাবার সঙ্গে রাতের খাবার খাচ্ছিল সে। আচমকা দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। এর মাঝেই প্রচণ্ড ক্ষেপে গিয়ে হাতের কাছে থাকা জমি পরিষ্কার করার নিড়ানি (hoe) দিয়ে বাবার মাথায় বারবার আঘাত করতে থাকে পুষ্পা। এর জেরে কিছুক্ষণ বাদে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৬৮ বছরের হুচ্চিরাইয়া। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। খবর দেন চান্নাপাটনা গ্রামীণ পুলিশকেও। এর মাঝেই সুযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুষ্পা। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্তও শুরু করে। অভিযুক্তের খোঁজে এখনও তল্লাসি চলছে। আরও পড়ুন: J&K: ৪৩ বছরের রেকর্ড ভেঙে অতিবৃষ্টির জের, নতুন ট্র্যাকে বৈষ্ণো দেবীর যাত্রা স্থগিত করল প্রশাসন (দেখুন ভিডিও)