Dargah Ransacked In Karnataka: দরগায় ভাঙচুর, কর্ণাটকে উত্তেজনা, আতঙ্ক

পুলিশ আধিকারিক শশী কিরণ জানান, যারা দরগায় ভাঙচুর চালায়, তাদের চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের শাস্তির ব্যবস্থা শিগগিরই করা হবে বলে আশ্বস্ত করা হয় পুলিশের তরফে।

Representational Image (Photo Credits: IANS)

বেঙ্গালুরু, ২৭ ডিসেম্বর: ফের আতঙ্ক ছড়াল কর্ণাটকে (Karnataka)। এলার চিকমাগালুরে (Chikkamagaluru) একটি দরগায় দুষ্কৃতীদের ভাঙচুরের জেরে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার চিকমাগালুরের একটি দরগায় ভাঙচুরের খবর প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়াতে শুরু করে। স্থানীয়ের কথায়, বাইকে করে বেশ কয়েকজন দরগার সামনে হাজির হয় সম্প্রতি। এরপর সেখানে কুকীর্তি করা হয়। পুলিশ বাধা দিতে গেলে, তাঁদের ঠেলে সরিয়ে দেয় মোটরবাইকে আসা দুষ্কৃতীরা। ঘটনার আকষ্মিকতায় হতবাক হয়ে যান প্রত্যেকে। এর পরপরই লিঙ্গাডাল্লি থানায় দায়ের করা হয় অভিযোগ। ঘটনার পর থেকেই শুরু হয়েছে তদন্ত।

পুলিশ আধিকারিক শশী কিরণ জানান, যারা দরগায় ভাঙচুর চালায়, তাদের চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের শাস্তির ব্যবস্থা শিগগিরই করা হবে বলে  আশ্বস্ত করা হয় পুলিশের তরফে। অপরাধীদের সনাক্ত করার কাজ যেমন চলছে, তেমনি ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।