Dalit Man: বাথরুমের সামগ্রী চুরির দায়ে দলিত যুবককে বেধড়ক মারধর, দেখুন ভিডিয়ো

বাথরুমের সামগ্রী চুরির অভিযোগে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বারাইচে।

বারাইচ: বাথরুমের সামগ্রী চুরির অভিযোগে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে (Dalit Man) ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বারাইচে (Bahraich)। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই বিজেপির এক নেতা (BJP Leader)-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের বারাইচে এক ব্যক্তির বাথরুম থেকে টয়লেট সিট (Toilet Seat) চুরি করার অভিযোগ ওঠে স্থানীয় এক দলিত ব্যক্তির বিরুদ্ধে। এরপরই একদল লোক তাঁকে বাড়ি থেকে তুলে আনে। তারপর তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি মুখে চুনকালি ও আলকাতরা লাগিয়ে দেওয়া হয়। পরে বেঁধে রাখে একটি ইলেকট্রিক পোলে।

পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই শুরু হয় বিতর্ক। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে উত্তেজনা দেখা দেয় এলাকায়। তদন্তে নেমে বিজেপির এক স্থানীয় নেতা-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই ঘটনা ঘটল তারও তদন্ত করে দেখা হচ্ছে।