Telangana: অনুষ্ঠানে বাজনা না বাজানোর কারণে দলিত পরিবারকে নিষিদ্ধ ঘোষণা করল গ্রাম, গ্রেফতার ১৬ জন

গ্রামের একটি পরিবারের অনুষ্ঠানে বাজনা বাজাতে অস্বীকার করল এক দলিত পরিবারের দুই যুবক। আর সেই কারণে গোটা গ্রাম বয়কট করল ওই পরিবারকে।

প্রতীকী ছবি

গ্রামের একটি পরিবারের অনুষ্ঠানে বাজনা বাজাতে অস্বীকার করল এক দলিত পরিবারের দুই যুবক। আর সেই কারণে গোটা গ্রাম বয়কট করল ওই পরিবারকে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) মেদাক জেলার একটি গ্রামে। অভিযোগ, চলতি মাসের প্রথম সপ্তাহে ওই গ্রামের এক পরিবারের বাড়িতে অনুষ্ঠানের জন্য ওই দলিত পরিবারকে বাজনা বাজানোর জন্য বলা হয়। তাঁদের দাবি ছিল ওই পরিবারের দুই ছেলে ডাপ্পু (একটি বাদ্যযন্ত্র) বাজাবে।কিন্তু ওই দুই যুবকই বর্তমানে স্নাতকোত্তর পাশ করে হায়দরাবাদে চাকরি করছে। ফলে তাঁরা ওই অনুষ্ঠানে কাজ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। আর তারপরেই শুরু হয় সমস্যা।

অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর গ্রামের সদস্য, উপ প্রধানকে নিয়ে বৈঠক করে। এবং তাঁরা সিদ্ধান্ত নেয় যে ওই পরিবারকে তাঁরা সামাজিকভাবে বয়কট করবে। গ্রামবাসীর দাবি ছিল, ওই পরিবারকে সমস্ত কাজ ফেলে বাজনার কাজই করতে হবে। এবং দুই যুবককে গ্রামে ডেকে সেই নির্দেশও দেয়। তাঁরা সেই দাবি মানতে নারাজ হলে সরকারি জল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে পরিবারকে উত্তক্ত করা শুরু করেন বাকিরা। এমনকী তাঁদের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানাও ঘোষণা করা হয়।

আর তারপরেই দুই যুবক অভিযোগ জানায় পুলিশে। পুলিশ ঘটনায় তদন্তে নেমে মঙ্গলবার পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করে। এখনও অনেকে পলাতক রয়েছে বলে খবর। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশসূত্রে জানা গিয়েছে, স্থানীয়রা বিশ্বাস করেন মাদিকা সম্প্রদায়ের (তফশিলী জাতি) লোকের অনুষ্ঠানে বাজনা বাজালে তা খুব শুভ হয়। তাই ওই পরিবারকে প্রতিনিয়ত চাপ দিচ্ছিল গ্রামের সদস্যরা।