Delhi Police, Dailyhunt And OneIndia Collaborate: সাধারণ মানুষকে সচেতন করতে, নিরাপত্তা বাড়াতে দিল্লি পুলিশের সঙ্গে হাত মেলাল ডেইলি হান্ট, ওয়ান ইন্ডিয়া
সাধারণ নাগরিকের নিরাপত্তার খাতিরে কোনও অশ্লীল ভিডিয়ো বা কনটেন্ট যাতে না ছড়ায়, সেদিকে খেয়াল রেখেই এবার ডেইলি হান্ট এবং ওয়ান ইন্ডিয়া দিল্লি পুলিশের সঙ্গে একযোগে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার নিয়েছে বলে খবর।
দিল্লি, ১৩ জুন: এবার দিল্লি পুলিশের সঙ্গে একযোগে হাত মেলাল ডেইলি হান্ট এবং ওয়ান ইন্ডিয়া। সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে যাতে একসঙ্গে কাজ করা যায়, সেই লক্ষ্যে এগোচ্ছে ডেইলি হান্ট এবং ওয়ান ইন্ডিয়া একযোগে। মহিলাদের নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, মাদক বিরোধী প্রচার চালাতে এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করতেই এবার দিল্লি পুলিশের সঙ্গে হাত মেলাল ডেইলি হান্ট এবং ওয়ান ইন্ডিয়া।
সাধারণ নাগরিকের নিরাপত্তার খাতিরে কোনও অশ্লীল ভিডিয়ো বা কনটেন্ট যাতে না ছড়ায়, সেদিকে খেয়াল রেখেই এবার ডেইলি হান্ট এবং ওয়ান ইন্ডিয়া দিল্লি পুলিশের সঙ্গে একযোগে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার নিয়েছে বলে খবর। জানা যাচ্ছে. সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে জনপ্রচারমূলক আর্টিকেল প্রকাশ করবে ওয়ান ইন্ডিয়া। সেই আর্টিকেলগুলি শুধুমাত্র হিন্দি বা ইংরেজি নয়, সমস্ত আঞ্চলিক ভাষাতেও প্রকাশ পাবে। যার দরুণ সাধারণ মানুষ সচেতন হতে পারেন। সাধারণ মানুষের সচেতনতা এবং নিরাপত্তার জন্যই এবার দিল্লি পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে এই দুটি প্ল্যাটফর্ম।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়, এই ধরনের পার্টনারশিপের মাধ্যমে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের পাশাপাশি দেশের যুব সমাজও যাতে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতন থাকে, সেই প্রচেষ্টাও করা হচ্ছে বলে জানানো হয় দিল্লি পুলিশের তরফে।
ডেইলি হান্ট হল বিভিন্ন ভাষার খবরের প্ল্যাটফর্ম। প্রায় প্রতিদিন ১৫টি ভাষার বিভিন্ন খবর এখানে প্রকাশ পায়। ডেইলি হান্টের সঙ্গে এই মুহূর্তে ৫০ হাজার কনটেন্ট পার্টনার রয়েছে। সেই সঙ্গে রয়েছেন ক্রিয়েটররাও।
অন্যদিকে ওয়ান ইন্ডিয়া তৈরি হয় ২০০৬ সালে। ইংরেজির পাশাপাশি হিন্দি, বাংলা, তেলুগু, তামিল, মালায়লম, কন্নড়, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ওড়িয়া ভাষার খবরের প্ল্যাটফর্ম রয়েছে ওয়ান ইন্ডিয়ার।