Cyrus Mistry Death: সিটবেল্ট পরা ছিল না, রাস্তা দিয়ে তীরের বেগে ছুটছিল সাইরাস মিস্ত্রির গাড়ি
সাইরাস মিস্ত্রির দুর্ঘটনার পর যখন শোরগোল সুরু হয়, সেই সময় পুলিশ সূত্রে মেলে চাঞ্চল্যকর তথ্য। সাইরাস মিস্ত্রির গাড়ি ৯ মিনিটে ২০ কিলোমিটার পথ অতিক্রম করে। গাড়ির সিটবেল্ট বাধা ছিল না। সাইরাস মিস্ত্রির সঙ্গীরও সিটবেল্ট পরা ছিল না।
মুম্বই, ৫ সেপ্টেম্বর: আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। জাতীয় সড়কের উপর দিয়ে তীরের বেগে ছুটছিল সাইরাস মিস্ত্রির গাড়ি। মহারাষ্ট্রের পালঘরে দুর্ঘটনায় পড়ে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের গাড়ি। যার জেরে গাড়ি যেমন দুমড়েমুচড়ে যায়, তেমনি মৃত্যু হয় সাইরাসের।
সাইরাস মিস্ত্রির দুর্ঘটনার পর যখন শোরগোল সুরু হয়, সেই সময় পুলিশ সূত্রে মেলে চাঞ্চল্যকর তথ্য। সাইরাস মিস্ত্রির গাড়ি ৯ মিনিটে ২০ কিলোমিটার পথ অতিক্রম করে। গাড়ির সিটবেল্ট বাধা ছিল না। সাইরাস মিস্ত্রির সঙ্গীরও সিটবেল্ট পরা ছিল না।
আরও পড়ুন: Bengaluru: এক নাগাড়ে বৃষ্টি 'ভাসছে' বেঙ্গালুরু, নামল নৌকা
পিটিআইয়ের খবর অনুযাযী, সময়ের তুলনায় অতিরিক্ত গতি থাকাতেই দুর্ঘটনার মুখে পড়ে সাইরাস মিস্ত্রির গাড়ি। মুম্বই থেকে ১২০ কিলোমিটার দূরে পালঘরে যখন সাইরাস মিস্ত্রিদের গাড়ি কার্যত উড়ে যেতে শুরু করে, সেই সময়ই তা দুর্ঘটনার মুখে পড়ে।