Cyrus Mistry Dies: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি
মহারাষ্ট্রের পালঘরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রবিবার দুপুরে আমদাবাদ থেকে মুম্বইয়ে মার্সিডিজে করে ফিরছিলেন সাইরাস।
মুম্বই, ৪ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের পালঘরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রবিবার দুপুরে আমদাবাদ থেকে মুম্বইয়ে ফেরার জন্য মার্সিডিজে করে ফিরছিলেন সাইরাস। ফেরার পথে তাঁর গাড়ি মহারাষ্ট্রের পালঘর জেলায় একটি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটিতে চালকসহ মোট চারজন ছিলেন। সাইরাস মিস্ত্রী-র পাশাপাশি গাড়িতে থাকা আরও একজন নিহত হয়েছেন।
মুম্বই পুলিশ জানায়, বিকেল ৩.১৫ মিনিট নাগাদ সাইরাস মিস্ত্রি একটি মার্সিডিজ গাড়িতে আহমেদাবাদ থেকে মুম্বইয়ের উদ্দেশে যাচ্ছিলেন। মুম্বইয়ের কাছে এক রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি, তখনই দুর্ঘটনাটি ঘটে। আরও পড়ুন-গণেশ মন্দিরে ভজন চলাকালীন মৃত্যু হল অভিনেতা রবি শর্মার
দেখুন দুর্ঘটনাস্থলের ছবি
দুর্ঘটনার পর মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দেখুন ভিডিও
সাইরাস মিস্ত্রি-র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেখুন টুইট
২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর টাটা বোর্ডে যোগ দেন সাইরাস মিস্ত্রী। এরপর ছ’বছর বাদে, ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা-র ইস্তফার পর সেই পদে আসেন সাইরাস।