Cyclone Gulab: আজ সন্ধ্যা থেকেই প্রলয় শুরু 'সাইক্লোন গুলাব'-এর, কলিঙ্গপটনাম-গোকুলপুরে মধ্যরাতে হবে ঘূর্ণিঝড়

আরও দ্রুতগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab)৷ কিছুক্ষণ পরেই, আজ সন্ধ্যা থেকে ল্যান্ডফল শুরু হবে। কিছুটা পশ্চিম-উত্তরে সরে আজ, রবিবার মধ্যরাতে সাইক্লোন গুলাব আছড়ে পড়বে অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওডিশার কলিঙ্গপটনাম এবং গোকুলপুরের মাঝ দিয়ে যাবে এই সাইক্লোন।

Representational Image (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর: আরও দ্রুতগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab)৷ কিছুক্ষণ পরেই, আজ সন্ধ্যা থেকে শুরু হবে ল্যান্ডফল। কিছুটা পশ্চিম-উত্তরে সরে আজ, রবিবার মধ্যরাতে সাইক্লোন গুলাব অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওডিশার কলিঙ্গপটনাম এবং গোকুলপুরের মাঝ দিয়ে যাবে এই সাইক্লোন। এমনটাই জানাল আবহাওয়া দফতর বা আইএমডি (India Meteorological Department)। তার মানে আজ সন্ধ্যা থেকে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশার বেশ কিছু অংশে প্রলয় শুরু হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ রবিবার সন্ধ্যায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে৷

দেখুন টুইট

ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিংবা ৯০ কিলোমিটার হতে পারে৷ ঘূর্ণিঝড় গুলাব (Gulab) ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, তার বিপর্যয় কতটা হতে পারে, সেই আশঙ্কায় করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ৷ গুলাবের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শহরের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আরও পড়ুন: PK Enrolled As Voter From Bhabanipur: ভবানীপুরে ভোটার তালিকায় নাম উঠল ভোটকুশলী প্রশান্ত কিশোরের

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে। এছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে৷ নবান্ন (Nabanna) থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। রাজ্য সরকার ইতিমধ্যেই সেনাবাহিনীকে তৈরি থাকার জন্য অনুরোধ করেছে।



@endif