Cyclone Fengal Update: আজই ঘূর্ণিঝড় ফেঙ্গলের ল্যান্ডফল, শনির সকাল থেকেই উত্তাল পুদুচেরির সমুদ্র, ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা
আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল থেকেই পুদুচেরির উপকূল অঞ্চল উত্তাল চেহারা নিয়েছে। সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি।
আজ শনিবারই ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় ফেঙ্গলের (Cyclone Fengal)। প্রবল গতিতে তামিলনাড়ু (Tamil Nadu) এবং পুদুচেরির (Puducherry) উপকূল অঞ্চলে শনির সন্ধেতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। যার প্রভাবে দক্ষিণ ভারতের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটকে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ কিলোমিটার। হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর তামিলনাড়ু-পুদুচেরির উপকূল বরাবর আছড়ে পড়বে। এরপর যত সময় এগোবে স্থলভাগের দিকে অগ্রসর হবে। পুদুচেরির কাছে কারাইকাল এবং মহাবালিপুরমের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ঝড়টি। আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল থেকেই পুদুচেরির উপকূল অঞ্চল উত্তাল চেহারা নিয়েছে। সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে শুক্রবারের পর শনিবারও তামিলনাড়ুর সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে রাজ্য সরকার। ১ ডিসেম্বর রবিবার পর্যন্ত জারি থকবে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড়ের ফলে তামিলনাড়ুর বিমান পরিষেবাও কিছুটা ব্যবহত হতে চলেছে।
উত্তাল চেহারা পুদুচেরির সমুদ্র সৈকতের...
তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি...
ঘূর্ণিঝড় ফেঙ্গলের (Cyclone Fengal) ফলে মৎস্যজীবীদেও সতর্ক করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এছাড়াও শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূল অঞ্চলেও মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।