Cyclone Dana: স্থলভাগে আছড়ে পড়ার পর ১২০ কিমিতে তাণ্ডব চালাবে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা

বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ডানা স্থলভাগে যখন আছড়ে পড়বে, সেই সময় ঘূর্ণিঝড়ের চোখে থাকবে ওড়িশার কেন্দ্রাপাড়ার ভিতরকণিকা পার্ক এবং ভদ্রকের ধর্মা বন্দরের মাঝে। ফলে কেন্দ্রাপাড়া এবং ভদ্রকে লাল সতর্কতা জারি করা হয়েছে।

Cyclone Dana Forming In Bay Of Bengal (Photo Credit: X)

ভুবনেশ্বর, ২৩ অক্টোবর: প্রবল গতিতে ডানা আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone)। প্রবল গতিবেগে ডানা (Dana) আছড়ে পড়লে তার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে। এমনই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ফলে পুরীর (Puri) সৈকত থেকে পর্যটকদের সরানো হচ্ছে জোর কদমে। কেউ যাতে পুরীর সৈকতে না থাকেন, সে বিষয়ে বার বার সতর্ক করা হচ্ছে উপকূলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলাকারী (NDRF) দলের তরফে। কোনওভাবে ডানার ঝাপটায় যাতে প্রাণহানি না ঘটে, তার জন্য সদা তৎপর প্রশাসন।

আরও পড়ুন: Cyclone Dana: ভিতরকণিকা পার্ক এবং ধর্মা বন্দরের মাঝে আছড়ে পড়বে ডানা, জানাচ্ছে হাওয়া অফিস

প্রসঙ্গত বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ডানা স্থলভাগে যখন আছড়ে পড়বে, সেই সময় ঘূর্ণিঝড়ের চোখে থাকবে ওড়িশার কেন্দ্রাপাড়ার ভিতরকণিকা পার্ক এবং ভদ্রকের ধর্মা বন্দরের মাঝে। ফলে কেন্দ্রাপাড়া এবং ভদ্রকে লাল সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি বাংলার সাগর দ্বীপেও ডানার প্রভাব পড়বে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে।