Cyclone Biparjoy: এগোচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, মুম্বইতে উত্তাল সমুদ্র; জুহুতে কড়া নিরাপত্তা

র্ণিঝড়ের সতর্কতা মুম্বইয়ের জুহু সৈকতে লাইফগার্ড মোতায়েন করা হয়েছে। মানুষ যাতে জুহু সৈকতে এই মুহূর্তে না যান, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা।

Rough Sea (Photo Credit: ANI)

মুম্বই, ১৩ জুন: ঘূর্ণিঝড় (Cyclone) বিপর্যয়ের (Biparjoy) জেরে ফুঁসতে শুরু করেছে সমুদ্র। ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে মুম্বইয়ের মেরিন ড্রাইভেও ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার মুম্বইয়ের আকাশে মেঘ থাকবে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মুম্বই জুড়ে। যদিও গরম এই মুহূর্তে কমার তেমনভাবে কোনও লক্ষ্মণ নেই। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের সতর্কতা মুম্বইয়ের জুহু সৈকতে লাইফগার্ড মোতায়েন করা হয়েছে। মানুষ যাতে জুহু সৈকতে এই মুহূর্তে না যান, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা।

 

 

দেখুন কী অবস্থা আরব সাগরের...

 

ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে রবিবার রাত থেকেই মুম্বই বিমানবন্দরে আটকে কয়েকশো যাত্রী। বিমান পরিষেবা ব্যাহত হতে শুরু করেছে বিপর্যয়ের জেরে।