Cycclone Dana: ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় উপকূলীয় জেলার সমস্ত স্কুলগুলিতে ২৩-২৫ অক্টোবর ছুটি ঘোষণা ওড়িশা সরকারের

২০০৯ সালে আয়লা ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী বৃহস্পতিবার ওড়িশা ও বাংলার উপকুলবর্তী অঞ্চলে ‘আইলা’র গতিতেই আছড়ে পড়তে পারে সাইক্লোন ‘দানা’। তাই দানার প্রভাবে বাংলা এবং ওডিশার উপকুলীয় জেলাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

School closed due to cyclone (Photo Credit:X@ANI)

বৃহস্পতিবার সকালে ওড়িশা-বাংলার কাছে পৌঁছবে ‘ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana )।২০০৯ সালে আয়লা ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী বৃহস্পতিবার ওড়িশা ও বাংলার উপকুলবর্তী অঞ্চলে ‘আইলা’র গতিতেই আছড়ে পড়তে পারে সাইক্লোন ‘দানা’। তাই দানার প্রভাবে বাংলা  এবং ওডিশার উপকুলীয় জেলাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে ওড়িশা প্রশাসন সমুদ্র তট সংলগ্ন জেলার সমস্ত স্কুল ও কলেজগুলিতে ছুটির ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে ২৩-২৫ ​​অক্টোবর পর্যন্ত গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, কেওনঝার, ঢেনকানাল, জাজপুর, আঙ্গুল, খুরদা, নয়াগড় এবং কটক জেলায় স্কুলগুলি বন্ধ থাকবে। দেখুন সেই বিজ্ঞপ্তি-