Cyber Crime: নয়ডায় বসে আমেরিকায় জালিয়াতি, গ্রেফতার ৩৩ জন নারীসহ ৭৩ জন
এ কোনও ছোটখাটো চক্র নয়। এই জালিয়াতি চক্রের জ্বাল ছড়ানো সুদূর আমেরিকা পর্যন্ত। তল্লাশি চালিয়ে নয়ডার বুকে গজিয়ে ওঠা এই ভুয়ো কল সেন্টার থেকে ৩৩ জন নারীসহ ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ দেশজুড়ে (India) ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ভুয়ো কল সেন্টার (Fake Call Center)। চলছে দেদার জালিয়াতি (Fraud)। ঘরে বসে কষ্ট করে উপার্জনের টাকা হাওয়া হয়ে যাচ্ছে। মাথায় হাত সাধারণ মানষের। যতদিন যাচ্ছে বাড়ছে এই অনলাইন জালিয়াতির (Cyber Crime) প্রকোপ। ব্যাঙ্কে (Bank) টাকে রেখে শান্তি নেই মানুষের। এ বার এরকমই এক প্রতারণা চক্রের হদিশ পেল নয়ডা পুলিশ (Noida Police)। এ কোনও ছোটখাটো চক্র নয়। এই জালিয়াতি চক্রের জ্বাল ছড়ানো সুদূর আমেরিকা পর্যন্ত। তল্লাশি চালিয়ে নয়ডার বুকে গজিয়ে ওঠা এই ভুয়ো কল সেন্টার থেকে ৩৩ জন নারীসহ ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার হৃদয়েশ কাথেরিয়া জানিয়েছেন, নয়ডার সেক্টর ৯০-এর ভুটানি অ্যান্থেম কমপ্লেক্স থেকে এই গ্যাং কাজ করছিল। তল্লাশি চালিয়ে ১৪ টি মোবাইল, ৭৩ টি কম্পিউটার, ৩ টি রাউটার এবং নগদ ৪৮,০০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হৃদয়েশ কাথেরিয়া বলেন, "তদন্তে নেমে আমরা জানতে পারি, এই চক্র সাধারণ মানুষের সঙ্গে চ্যাটের মাধ্যমে তাঁদের কম্পিউটারে ভাইরাস ভরে দিত। এরপর হুমকি দিয়ে টাকা আদায় করত।"
এই খবরটিও পড়ুনঃ নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮, আহত কমপক্ষে ৪৮