IPL Auction 2025 Live

Manipur:ফের অশান্ত মণিপুর, সেনার গুলিতে নিহত ১০ জঙ্গি, জারি কার্ফু

অন্যদিকে, গতকালের ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে মণিপুরে জারি করা হয়েছে কার্ফু।

মণিপুরে ফের হিংসা (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ ফের অশান্ত মণিপুর(Manipur)। এ বার সিআরপিএফের(CRPF) উপর হামলা। পাল্টা গুলিতে নিহত প্রায় ১০ জঙ্গি(Terrorist)। আর এই হামলার ঘটনায় ফের নতুন করে অশান্তির আগুন ছড়িয়েছে মণিপুরে। কাঠগড়ায় কুকি সম্প্রদায়। জানা গিয়েছে, সোমবার মণিপুরের জিবিরামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপরে হামলা চালায় জঙ্গিরা। পুলিশ স্টেশনে দুইদিক থেকে শুরু হয় হামলা। শুধু তাই নয়, এরপর থানা সংলগ্ন বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর। এরপরই সেনাবাহিনীর সঙ্গে চলে গুলির লড়াই। প্রথমে জঙ্গিদের গুলিতে আহত হন এক জওয়ান। শেষমেশ লড়াই শেষে ১০ জঙ্গিকে নিকাশ করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। মৃত্যু হয়েছে কুকি জনগোষ্ঠীর

'ভিলেজ ভলেন্টিয়ার'দের। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিনভর বনধের ডাক দিয়েছে কুকি জনগোষ্ঠী। অন্যদিকে, গতকালের ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে মণিপুরে জারি করা হয়েছে কার্ফু।প্রসঙ্গত, মণিপুরে এই ঘটনা নতুন নয়। বিগত কয়েকবছরে বারে বারে উত্তপ্ত হয়েছে মণিপুর। তবে নতুন করে হিংসার ঘটনা চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের।

ফের অশান্ত মণিপুর, সেনার গুলিতে নিহত ১০ জঙ্গি, জারি কার্ফু