Darbhanga Shot out: দ্বারভাঙায় প্রকাশ্যে গুলি করে খুন ২ জনকে, জখম দুই
ফের দুষ্কৃতীরাজ মাথা চাড়া দিয়ে উঠছে বিহারে। বৃহস্পতিবার তারই একটা প্রমাণ দেখা গেল দ্বারভাঙায়। প্রকাশ্য রাস্তায় একটি সাফারি গাড়িতে বসা চার ব্যক্তির উপর এলোপাথাড়ি গুলি চালাল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা।
দ্বারভাঙা: ফের দুষ্কৃতীরাজ মাথা চাড়া দিয়ে উঠছে বিহারে (Bihar)। বৃহস্পতিবার তারই একটা প্রমাণ দেখা গেল দ্বারভাঙায় (Darbhanga)। প্রকাশ্য রাস্তায় একটি সাফারি গাড়িতে (safari vehicle) বসা চার ব্যক্তির উপর এলোপাথাড়ি গুলি (opened fire) চালাল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা (Criminals)। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিল সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতী ও তার এক সঙ্গীর। তার আরও দুই সঙ্গীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এপ্রসঙ্গে দ্বারভাঙার এসএসপি জানান, বৃহস্পতিবার একটি সাফারি গাড়িতে করে তিন সঙ্গীকে নিয়ে যাচ্ছিল দ্বারভাঙার কুখ্যাত দুষ্কৃতী সুনীল সিং। রাস্তায় তার গাড়ি দাঁড়াতে পাশ থেকে আচমকা গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। এর ফলে গুলি (bullet) লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীল সিং ও তার এক সঙ্গীর। গুরুতর জখম হয় আরও ২ জন। কুখ্যাত দুষ্কৃতী সুনীল সিংয়ের বিরুদ্ধে একাধিক মামলা (police cases) ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার আরও দুই সঙ্গীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্বারভাঙা মেডিকাল কলেজ (Darbhanga Medical College) ও লাহেরিসরাই হাসপাতালে (Hospital Laheriasarai) ভর্তি করা হয়েছে। পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলে এই ঘটনার অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। আরও পড়ুন: National Florence Nightingale Awards: অনন্য পরিষেবার জন্য ৩৯ জন নার্সকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটঙ্গেল অ্যাওয়ার্ডস দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু