Crime In Delhi: সিভিল ডিফেন্সের চাকরি খুইয়ে, কুরিয়ার এজেন্ট সেজে প্রতিবেশীর বাড়িতে ডাকাতির চেষ্টা মহিলার

দ্বারকার ডেপুটি কমিশনার অফ পুলিশ অঙ্কিতা সিং জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ধৃত ভদ্রমহিলা জানান তিনি অসামরিক প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। কিন্তু তাঁর চাকরি চলে যায়। তাই অভাবের জেরে ধনী প্রতিবেশীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছিলেন তিনি।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ কুরিয়ার (Courier) এজেন্টের ছদ্মবেশে প্রতিবেশীর বাড়িতে ডাকাতির (Robbery) অভিযোগ উঠল এক ৩৮ বছরের মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi)  দ্বারকা (Dwarka) এলাকায়। এই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ (Police) ওই মহিলার কাছ থেকে একটি ব্যাগ, বন্দুক, হ্যান্ড গ্লাভস সহ একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ২৩ শে মে ছাওলা থানায়  একটি ডাকাতির অভিযোগ আসে। চন্দ্র কান্ত নামে এক ব্যক্তি জানান, তাঁর বাড়িতে কুরিয়ার এজেন্টের ছদ্মবেশে এসে একজন ডাকাতির চেষ্টা চালায়।  তাঁকে একটি কাগজে সই করতে বলা হয়। তিনি যখন সই করতে শুরু করেন তখনই তাঁর উপর চড়াও হন ওই মহিলা। পিস্তল দিয়ে মাথায় আঘাত করা হয়। মুখ ফেটে রক্ত বের হতে থাকে। প্রাণে বাঁচতে চিৎকার করতে শুরু করেন চন্দ্র কান্ত। তাঁর চিৎকারে প্রতিবেশীরা বেড়িয়ে আসেন। তখনই চম্পট দেন ওই মহিলা। তোয়ালে দিয়ে মুখ ঢেকে রেছিলেন তিনি, তাই তাঁকে চিনতে পারা যায়নি। এরপর এই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ আসে। যা দেখে ওই মহিলাকে সনাক্ত করা গিয়েছে। তাঁর নাম রেখা। চন্দ্র কান্তের প্রতিবেশী তিনি।  জানা গিয়েছে সোমেশ বিহারের একটি খালি বাড়িতে গা ঢাকা দিয়ে ছিলেন ওই মহিলা। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে ছাওলা থানার পুলিশ। দ্বারকার ডেপুটি কমিশনার অফ পুলিশ অঙ্কিতা সিং জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ধৃত ভদ্রমহিলা জানান তিনি অসামরিক প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। কিন্তু তাঁর চাকরি চলে যায়। তাই অভাবের জেরে ধনী প্রতিবেশীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছিলেন তিনি।



@endif