Tripura By Election: ত্রিপুরায় উপনির্বাচনে দুটি আসনেই সিপিএম প্রার্থীকে সমর্থন কংগ্রেস, তিপরা মোথার
ত্রিপুরায় দুটি আসনে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। দুটি আসনেই সিপিআই(এম) প্রার্থীদের সরাসরি সমর্থন করার কথা ঘোষণা করল কংগ্রেস ও তিপরা মোথা পার্টি।
ত্রিপুরায় দুটি আসনে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। দুটি আসনেই সিপিআই(এম) প্রার্থীদের সরাসরি সমর্থন করার কথা ঘোষণা করল কংগ্রেস ও তিপরা মোথা পার্টি। যে দুটি আসনে ভোট হচ্ছে তার মধ্যে একটি বিজেপি ও একটি সিপিএমের দখলে আছে। ধানপুর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ইস্তফা দেওয়ায়। আর বক্সানগর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সিপিআই (এম) বিধায়ক সামসুল হক প্রয়াত হওয়ায়। দুটি কেন্দ্রে উপনির্বাচন ৫ সেপ্টেম্বর। ফলপ্রকাশ ৮ সেপ্টেম্বর।
চলতি বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিএম সহ বামেদের সঙ্গে জোট গড়ে লড়েছিল কংগ্রেস। কিন্তু প্রদ্যোৎ দেববর্মা-র তিপরা মোথা পার্টি বাম-কংগ্রেসের সঙ্গে জোটে নিয়ে গিয়ে একা লড়েন। ধানপুরে বিজেপি বিরোধী ভোট কাটে তিপরা মোথা পার্টি। আরও পড়ুন-অখিলেশের দল ছেড়ে বিজেপিতে আসার পুরস্কারে দারা সিংকে ঘোসি উপনির্বাচনে প্রার্থী
দেখুন টুইট
তিপরা মোথা ভোট কাটায় ধানপুরে জয় পান বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। চলতি বছর ধানপুরে সিপিএম প্রার্থী কৌশক চন্দকে সাড়ে ৩ হাজার ভোটে হারান বিজেপির প্রতিমা ভৌমিক। সেখানে তিপরা মোথা পার্টির প্রার্থী পেয়েছিলেন ৮ হাজার ৬৭১ জন ভোট। তাই তিপরার সমর্থন পেলে ধানপুরে সিপিএমের প্রার্থী কৌশক চন্দের জয়ের সম্ভাবনা বাড়ল। একটা সময় ধানপুর থেকে জিততেন রাজ্যে সিপিএমের মুখ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ২০১৮ বিধানসভা নির্বাচনে মানিক সরকার সাড়ে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিজেপির প্রতিমা ভৌমিককে।
বক্সানগর উপনির্বাচনে সিপিএম প্রার্থী করেছে মিজান হুসেনকে। তার জয়ের সম্ভাবনা প্রবল। ক মাস আগে সিপিএম এই কেন্দ্রে জেতে পাঁচ হাজার ভোটে, তিপরা মোথার প্রার্থী বক্সানগরে পান তিন হাজারের মত ভোট।