Sitaram Yechury Demise: ইয়েচুরির প্রয়াণে দিল্লির পার্টি অফিসে অর্ধনমিত লাল পতাকা, শোকজ্ঞাপন মমতা, রাহুলদের
গতমাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান বাম নেতা সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার তাঁর আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ অসংখ্য বাম নেতাকর্মীরা।
গতমাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান বাম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। বৃহস্পতিবার তাঁর আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ অসংখ্য বাম নেতাকর্মীরা। এদিকে দলের সাধারণ সম্পাদকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই দিল্লিতে সিপিআইএমের সদর দফতরে অর্ধনমিত লাল পতাকা। এদিকে প্রবীন নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করছেন বিশিষ্ট রাজনীতিবিদরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, পিডিপি নেত্রী মেহেবুবা মুফতির মতো ব্যক্তিত্বরা শোকপ্রকাশ জানিয়েছেন।
রাজনৈতিক মতপার্থক্যের কারণে দীর্ঘদিনের দন্দ্ব থাকলেও বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, প্রবীন নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুর খবর পেয়েছি। ওনার মতো ব্যক্তিত্বের মৃত্যুতে জাতীয় রাজনীতির খুব ক্ষতি হয়ে গেল। ওনার পরিবার, পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল।
অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, সীতারাম ইয়েচুরিজি আমার ভালো বন্ধু ছিলেন। তাঁর চিন্তাধারা দেশের উন্নতির পক্ষেই ছিল। ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আমার কথা হতো। সেরকম আলোচনা আর হবে না। ওনার পবিরারে প্রতি সমবেদনা রইল।
পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বর্ষীয়ান সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুতে আমি গভীরভাবে শোকস্তব্ধ। যদিও আমাদের রাজনৈতিক মতাদর্শ মিলত না, কিন্তু ওনার সঙ্গে আমি অনেকক্ষণ কথাবার্তা বলেছি। ওনার থেকে রাজনৈতিক আলোচনা হয়েছে। বিরোধী দলগুলির বৈঠকের সময় ওনার সঙ্গে আলোচনা হয়েছে। ওনার সরলতা, জননীতি সম্পর্কে গভীর উপলব্ধি, সংসদীয় বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি সত্যিই অসাধারণ ছিল।