CPIM On Amit Shah: অমিত শাহ 'ঘৃণ্য মন্ত্রী', 'অতি সাম্প্রদায়িক প্রচার'-র জন্য ক্ষমা চাওয়া উচিত, দাবি সিপিআইএম-র

বিজেপি (BJP) এবং গৃহমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিয়ে কটাক্ষ করল সিপিআইএম (CPIM)। দিল্লি বিধাসভা নির্বাচনকে (Delhi Assembly Election) কেন্দ্র করে এবং আপকে (AAP) গদি ছাড়া করার জন্য তারা যে পন্থায় নোংরা প্রচার অনুষ্ঠান চালিয়েছে তার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত বলে খোঁচা দেয় সিপিএম। গতকাল ফলপ্রকাশ হয় দিল্লি বিধাসভা নির্বাচনের। সেখানে ধূলিসাৎ হয়ে যায় বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি: বিজেপি (BJP) এবং গৃহমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিয়ে কটাক্ষ করল সিপিআইএম (CPIM)। দিল্লি বিধাসভা নির্বাচনকে (Delhi Assembly Election) কেন্দ্র করে এবং আপকে (AAP) গদি ছাড়া করার জন্য তারা যে পন্থায় নোংরা প্রচার অনুষ্ঠান চালিয়েছে তার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত বলে খোঁচা দেয় সিপিএম। গতকাল ফলপ্রকাশ হয় দিল্লি বিধাসভা নির্বাচনের। সেখানে ধূলিসাৎ হয়ে যায় বিজেপি।

সিপিআইএম টুইট করে অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবি করে। তাঁকে 'ঘৃণার মন্ত্রী'(Hate Minister) বলেও সম্বোধন করে। তারা আরও অভিযোগ করে যে, ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)-কে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য "চরমপন্থী সাম্প্রদায়িক প্রচার" পরিচালনা করে শাহ সাম্প্রদায়িক উত্তেজনা ও উগ্রতা বাড়িয়ে তুলছিলেন। টুইট করে তারা লেখে,"আপনার চরমপন্থী সাম্প্রদায়িক প্রচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। আপনি নিজেকে ঘৃণ্যমন্ত্রী হিসেবে নিজেকে দেখিয়েছেন। দিল্লির লোকেরা আপনাকে দরজা দেখিয়েছে।" আরও পড়ুন, প্যাহলে আপ, জয়ের স্বাদ পেয়েই দিল্লিকে ‘লাভ ইউ’ বললেন অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির প্রচারে বিজেপি বারবার সাম্প্রদায়িকতাকেই হাতিয়ার করেছিল। সে অনুরাগ ঠাকুরের শাহিনবাগ নিয়ে করা 'গোলি মারো শালো কো' হোক কিংবা অন্য বিতর্কিত মন্তব্য। ওয়েস্ট দিল্লির বিধায়ক পারভেশ সাহিব সিং বার্মা এবং কপিল মিশ্রাকে তাদের ঘৃণ্য বক্তৃতার জন্য ইলেকশন কমিশনের উচিত শাস্তি দেওয়া। দিল্লির নির্বাচনে আপ ৬২ টি আসনে জয়লাভ করে। তবে ২০১৫-র ভোটার নিরিখে আপের ঝুলিতে এবার ৫ টি আসন কম এসেছে। বিজেপির আক্রমণাত্বক প্রচারের কারণে ৩ টি থেকে ৮ টি আসনে বেড়ে দাঁড়িয়েছে।