Cow Cess on liquor bottles: হিমাচলে মদের বোতল পিছু ১০ টাকা গো কর চালু, বছরে হবে ১০০কোটির রাজস্ব আদায়!

হিমাচলে মদ বিক্রিতে লাগু হল গো কর বা 'Cow Cess'। এবার থেকে সেখানে প্রতি বোতল মদে দিতে হবে ১০ টাকার গো কর বা 'কাউ সেস'।

গুয়াহাটি, ১৭ মার্চ: হিমাচলপ্রদেশে মদ বিক্রিতে লাগু হল গো কর বা 'Cow Cess'। এবার থেকে হিমাচলে প্রতি বোতল মদে দিতে হবে ১০ টাকার গো কর বা 'কাউ সেস'। 'Cow Cess' থেকে বছরে ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা নিয়েছে হিমাচলের কংগ্রেস।

এমন কথাই জানালেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু (CM Sukhvinder Singh Sukhu)। মদ থেকে ওঠা কর দিয়ে রাজ্যের গরুদের সেবা ও উন্নয়ন করা হবে। আরও পড়ুন-রাহুল এমন কিছু বলেননি যার জন্য ক্ষমা চাইতে হবে, সওয়াল থারুরের

দেখুন টুইট

রাজ্যের বতর্মান মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুখবিন্দার বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে রাজ্যে গরুদের উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। প্রসঙ্গত, ক মাস আগে বিজেপি-কে হারিয়ে হিমাচলে ক্ষমতায় আসে কংগ্রেস। সরকারে এসে গো কর চালু করে বড় বার্তা দিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী।



@endif