COVID-19 Vaccine: দেশে বিনামূল্যেই করোনাভাইরাস ভ্যাকসিন দেওয়া হবে, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন
সারা দেশে বিনামূল্যেই করোনাভাইরাস ভ্যাকসিন (COVID-19 Vaccine) দেওয়া হবে। আজ একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। দিল্লিতে করোনাভাইরাস ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে আম আদমি পার্টির সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, দেশে কি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে? দিল্লি সরকার তো বিনামূল্যে দেবে। উত্তরে হর্ষ বর্ধন বলেন, শুধু দিল্লি নয়, সারা দেশে নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
নতুন দিল্লি, ২ জানুয়ারি: সারা দেশে বিনামূল্যেই করোনাভাইরাস ভ্যাকসিন (COVID-19 Vaccine) দেওয়া হবে। আজ একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। দিল্লিতে করোনাভাইরাস ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে আম আদমি পার্টির সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, দেশে কি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে? দিল্লি সরকার তো বিনামূল্যে দেবে। উত্তরে হর্ষ বর্ধন বলেন, শুধু দিল্লি নয়, সারা দেশে নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনা ভ্যাকসিনের ড্ৰাই রান। রাজ্যের দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙা স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বাস্থ্যকর্মী অংশ নিয়েছেন এই মহড়ায়। কীভাবে চলবে ভ্যাকসিনের ড্ৰাই রান? স্বাস্থ্যকর্মীদেরকে আগে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে ভ্যাকসিনেশন রুমে। ভ্যাকসিন নেওয়ার পর তাঁকে রাখা হবে অবজার্ভেশন রুমে। এই পর্বগুলিতে কড়া নজর রাখবেন স্বাস্থ্য আধিকারিকরা। ভ্যাকসিন বাজারে এলে তা কীভাবে বণ্টন করা হবে? প্রাথমিকভাবে কাদের ভ্যাকসিন দেওয়া হবে? ভ্যাকসিন সম্পর্কে কীভবে প্রচার করা হবে? মহড়ায় এই দিকগুলি খতিয়ে দেখা হবে। আরও পড়ুন: Covishield Gets Approval in India: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার 'কোভিশিল্ড' ভ্যাকসিন অনুমোদন দিতে সুপারিশ বিশেষজ্ঞ প্যানেলের
ইতিমধ্যেই ভারতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ড (Covishield) ব্যবহারে সুপারিশ করেছে বিশেষজ্ঞ প্যানেল। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।