COVID-19 Third Wave: সেপ্টেম্বর-অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ আইআইটি কানপুরের

ব্রিটেনে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। একদিনে নতুন করে ১১ হাজার জন বাসিন্দা করোনা আক্রান্ত। এদের মধ্যে বেশির ভাগই ডেল্টা স্ট্রেনে ভুগছেন। গত ৪ মাস পর সেখানে আবারও ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা। এবার ভয় ধরাচ্ছে ভারত। ইতিমধ্যেই বেশ কিছু গবেষণায় উঠে এসেছে অক্টোবর নাগাদ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। আইআইটি কানপুরের জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ থাবা বসাতে পারে করোনার তৃতীয় ঢেউ।

ফাইল ছবি

নতুন দিল্লি, ২১ জুন: ব্রিটেনে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। একদিনে নতুন করে ১১ হাজার জন বাসিন্দা করোনা আক্রান্ত। এদের মধ্যে বেশির ভাগই ডেল্টা স্ট্রেনে ভুগছেন। গত ৪ মাস পর সেখানে আবারও ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা। এবার ভয় ধরাচ্ছে ভারত। ইতিমধ্যেই বেশ কিছু গবেষণায় উঠে এসেছে অক্টোবর নাগাদ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। আইআইটি কানপুরের (IIT Kanpur) জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ থাবা বসাতে পারে করোনার তৃতীয় ঢেউ।

আইআইটি কানপুরের প্রফেসর রাজেশ রঞ্জন এবং মহেন্দ্র বর্মা জানান,"মানুষের মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। আমরা ধরে নিচ্ছি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে লকডাউন উঠে যাবে। সেইমতো হিসেবে করলে তৃতীয় ঢেউ শীর্ষে পৌঁছবে অক্টোবরে। তবে করোনার তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ রূপ নেবে না বলেই আশা করা যাচ্ছে। আবার এটাও মনে করা হচ্ছে, সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আছড়ে পড়লে তা দ্বিতীয় ঢেউয়ের থেকেও বেশি ভয়ংকর হবে। থার্ড ওয়েভের গতি রোধ করা যেতে পারে যদি অক্টোবরের পরেও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলা হয়।" আরও পড়ুন, সোমবার শুরু হল ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাক্সিনেশন; জেনে নিন এবিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য

উত্তর-পূর্বের রাজ্যগুলি ছাড়া সারা ভারতেই তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়তে পারে, বলে তাঁদের মত। কেরালা, গোয়া, সিকিম, মেঘালয়ে তৃতীয় ঢেউ না আসার সুযোগই বেশি। দ্বিতীয় ঢেউয়ের ঢাকাঃ সামলে অনেকটাই সুস্থ হচ্ছে ভারত। নতুন করে করোনার তৃতীয় ঢেউয়ের খবর আবারও ভয় ধরাচ্ছে দেশবাসীকে।