Coronavirus Update: ভারতে একদিনে করোনায় মৃত ৪৪২, আক্রান্তের সংখ্যা ২২,৭৭১

ভারতে একদিনে করোনা (COVID19) ভাইরাসে মৃতের সংখ্যা ৪৪২ ও আক্রান্তের সংখ্যা ২২,৭৭১। ২২ হাজারের মাত্রা ছাড়িয়ে মোট করোনাক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৩১৫। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা মোট ১৮, ৬৫৫। গোটা দেশে এখনও করোনা সক্রিয়ের সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৪৩৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪,৩৩৫ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা অনেকটাই বেশি, ৩ লক্ষ ৯৪ হাজার ২২৬ জন।

করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৪ জুলাই: ভারতে একদিনে করোনা (COVID19) ভাইরাসে মৃতের সংখ্যা ৪৪২ ও আক্রান্তের সংখ্যা ২২,৭৭১। ২২ হাজারের মাত্রা ছাড়িয়ে মোট করোনাক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৩১৫। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা মোট ১৮, ৬৫৫। গোটা দেশে এখনও করোনা সক্রিয়ের সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৪৩৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪,৩৩৫ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা অনেকটাই বেশি, ৩ লক্ষ ৯৪ হাজার ২২৬ জন।

করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা ধাক্কা দেওয়ার মত। সেখানে আক্রান্তের সংখ্যা মোট ১,৯২,৯৯০। নতুন করে ৬ হাজার ৩৬৪ জন আক্রান্ত। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৩৭৬। এরপরই রয়েছে তামিলনাড়ু, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ। এখনও পর্যন্ত সংখ্যাটা ১০২,৭২১ গিয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৩৮৫ তে। আরও পড়ুন, করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি

রাজধানী দিল্লিতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে একদিনে আক্রান্তের সংখ্যা ২,৫২০। মোট সংখ্যা ৯৪, ৬৯৫। মৃতের সংখ্যা ৫৯। দিল্লি সরকারের তথ্যই অনুযায়ী, ৬৫,৬২৮ জন আক্রান্ত ও ২৬,১৪৮ টি সক্রিয় মামলা রয়েছে। ২,৯২৩ জন মোট মারা গেছেন।

এদিকে স্বাধীনতা দিবসের মধ্যে দেশে করোনার ভ্যাকসিন আসতে চলেছে বলে ঘোষণা হয়েছে সরকার তরফে। এই সময়সীমায় কীভাবে ভ্যাকসিনের ট্রায়াল সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। ওয়ার্ল্ডওমিটারের রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রথমে রয়েছে আমেরিকা, তারপর ব্রাজিল ও রাশিয়া।