COVID 19: চলতি মাসেই কোভ্যাক্সিন নিয়ে সিদ্ধান্ত, শিশুদের করোনা টিকাকরণ নিয়ে কী জানাল কেন্দ্র

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হন ভি কে পাল। সেখানে তিনি বলেন, শিশুদের টিকাকরণ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নির্দিষ্ট পদ্ধতি মেনই সব কাজ করা হচ্ছে।

Covaxin (Photo Credit: Twitter)

দিল্লি, ১৪ সেপ্টেম্বর: গোটা দেশ জুড়ে প্রাপ্ত বয়স্কদের টিকাকরণই (Vaccination) প্রধান লক্ষ্য। করোনায় (COVID 19) শিশুদের টিকাকরণ নিয়ে এখনও তেমনভাবে কোনও সিদ্ধান্ত এগোয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও শিশুদের (Children) টিকাকরণ নিয়ে তেমনভাবে কোনও সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। সেই কারণে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ নিয়েই চিন্তাভাবনা চলছে। এমনই জানালেন নীতি আয়োগের ডক্টর ভি কে পাল।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হন ভি কে পাল। সেখানে তিনি বলেন, শিশুদের টিকাকরণ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নির্দিষ্ট পদ্ধতি মেনই সব কাজ করা হচ্ছে। পাশাপাশি গোটা দেশে টিকাকরণ পদ্ধতি কীভাবে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়েও সমস্ত ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলে জানান ভি কে পাল।

আরও পড়ুন: Met Gala 2021: 'করের আওতায় আনুন ধনীদের', মেট গালার মঞ্চে ঝড় তুললেন অ্যালেকজান্দ্রিয়া

কোভ্যাক্সিনকে (Covaxin) হু-এর (WHO) মান্যতা তদেওয়ার বিষয় নিয়েও মুখ খোলা হয় আজ নীতি আয়োগের তরফে। ভি কে পাল জানান, কোভ্যাক্সিনকে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে ব্যবহারের তালিকাভুক্ত করে, সে বিষয়ে কথা চলছে। যাঁরা কোভ্যাক্সিন নিয়েছেন, অন্য দেশে প্রবেশে যাতে তাঁদের বাধা দেওয়া না হয়, সে বিষয়ে শিগগিরই নেওয়া হবে সিদ্ধান্ত। কোভ্যাক্সিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেদের সিদ্ধান্ত যাতে শিগগিরই প্রকাশ করে, সে বিষয়ে জোর কদমে আলোচনা চলছে বলেও জানান ভি কে পাল। চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে হু। অর্থাৎ সেপ্টেম্বর শেষের আগেই ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মান্যতা দেবে বলে আশা প্রকাশ করেন ভি কে পাল।