Omicron: গলা ব্যথা, ক্লান্তি, ওমিক্রন আক্রান্ত হলে বুঝবেন কীভাবে, কী কী উপসর্গ দেখা যাচ্ছে

অন্ধেরি হাসপাতালে যে ১৪ জন ওমিক্রন আক্রান্ত ভর্তি হন, তাঁদের মধ্যে ৮ জনের শরীরে কোনও উপসর্গ ছিল না। বাকি ৬ জনের হালকা জ্বর, গলা ব্যাথা, শরীরে র্যাশ বের হতে দেখা যায়।

COVID-19 | Representational Image (Photo Credits: PTI)

মুম্বই, ১৭ ডিসেম্বর:  ওমিক্রন (Omicron) থাবা বসাতে শুরু করেছে গোটা বিশ্ব জুড়ে। করোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হলে, কী কী উপসর্গ দেখা যাচ্ছে, সে বিষয়ে খবর এবার প্রকাশ্যে এল। মুম্বইয়ের (Mumbai) অন্ধেরি হাসপাতালে এখনও পর্যন্ত ১৪ জন ওমিক্রন আক্রান্তের চিকিৎসা হয়েছে। যদিও তাঁদের প্রত্যেককেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্ধেরি  হাসপাতালে যাঁরা ওমিক্রন আক্রান্ত হয়ে ভর্তি হন, তাঁদের গলায় ব্যথা, ক্লান্তি দেখা গিয়েছে। সেই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে র্যাশ বের হতেও দেখা গিয়েছে। পাশপাাশি যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়ে অন্ধেরি হাসপাতালে ভর্তি হন, তাঁদের প্রত্যেকের শরীরে হালকা জ্বর ছিল বলে জানা যায়। এক্ষেত্রে রোগীরা গন্ধ পাচ্ছেন না, এমন উপসর্গও মিলছে না।

অন্ধেরি হাসপাতালে যে ১৪ জন ওমিক্রন আক্রান্ত ভর্তি হন, তাঁদের মধ্যে ৮ জনের শরীরে কোনও উপসর্গ ছিল না। বাকি ৬ জনের হালকা জ্বর, গলা ব্যাথা, শরীরে র্যাশ বের হতে দেখা যায়। ফলে ওমিক্রন থাবা বসালে সাধারণ চিকিৎসার পাশাপাশি যোগা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে জ্বর (Fever) কমাতে দেওয়া হচ্ছে প্যারাসিটামল। অন্যদিকে ওমিক্রনে আক্রান্ত হয়েও যাঁরা উপসর্গহীন ছিলেন, তাঁদের শুধুমাত্র মাল্টিভিটামিন দিয়ে চিকিৎসা করা হয় বলে জানান চিকিৎসকরা।

আরও পড়ুন:  Omicron: ভয়ঙ্কর রূপ নিতে পারে ওমিক্রন, মৃত্যু নিয়ে আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বর্তমানে গোটা মহারাষ্ট্র (Maharashtra) জুড়ে এখনও পর্যন্ত ৩২ জন ওমিক্রনে আক্রান্ত। যার মধ্যে ৫০ শতাংশের শরীরে কোনও উপসর্গ নেই বলে জানান মুম্বইয়ের চিকিৎসক প্রদীপ আওয়াথে। বাকিদের সর্দি রয়েছে। সেই সঙ্গে হালকা জ্বরও দেখা দেয় বলে জানান মুম্বইয়ের ওই চিকিৎসক।

এদিকে ওমিক্রনে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন (Joe Biden) বলেন, ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে আমেরিকা জুড়ে । ফলে প্রত্যেককে সাবধানে থাকতে হবে । কেউ যদি এখনও টিকা না নিয়ে থাকেন, তাহলে শিগগিরই তা নিয়ে ফেলুন । কারও টিকার পরপর দুই ডোজ নেওয়া সম্পূর্ণ হলে, তাঁরা বুস্টার নিন । এমনই আর্জি জানান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ।