Covid 19 : কেরলে লাফিয়ে বাড়ছে কোভিড, চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিভাগে

কেরলের পাশাপাশি কর্ণাটকেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা

COVID 19, Representational Image (Photo Credit: Pixabay)

কোভিডের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েই চলেছে ভারতে। গত ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্তের পরিমান বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যার বেশিরভাগই কেরলের (Kerala) বলে জানা যাচ্ছে।

মোট ৪২৩ টি এই ধরনের কেস উঠে এসেছে যার মধ্যে ২৬৬ টি কেরলের।৭০ টি কর্ণাটাকার বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানা গেছে। কেরলে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।মোট সক্রিয় কেসের সংখ্যা গোটা ভারতে বর্তমানে ৩৪২০ টি।

এই বিষয়ে WHO র প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন (Somya Swaminatahan) জানিয়েছেন যে এই বিষয়ে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই তবে সর্তকতা অবলম্বন করতে বলেছেন তিনি।

সম্প্রতি WHO  র তরফে করোনাভাইরাসের জেএন ১ ভ্যারিয়েন্টের ব্যাপারে বিশ্বকে জানিয়েছে। তবে এই ভাইরাস প্রধান ভাইরাসের থেকে অনেকটাই কম ক্ষতিকারক বলে মনে করছেন তারা।

বিগত ৪ সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্তের পরিমাণ ৫২ শতাংশ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে ৮ লক্ষ ৫০ হাজার এই ধরনের কেস সামনে এসেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

১৭ ডিসেম্বর পর্যন্ত ৭৭২ মিলিয়ন কেস এবং ৭ মিলিয়ন মৃত্যুর ঘটনা ঘটেছে কোভিডের কারণে।