Covid-19 India: আরও বেড়ে দেশে করোনায় দৈনিক সংক্রমণ ১১ হাজার ১০৯ জন, সক্রিয় আক্রান্ত ৫০ হাজারের কাছে
দেশে আরও বাড়ল করোনা ভাইরাসের দাপট। গতকালের চেয়ে ৯ শতাংশ বাড়ল ভারতে কোভিডের দৈনিক সংক্রমণ।
নতুন দিল্লি, ১৪ এপ্রিল: দেশে আরও বাড়ল করোনা ভাইরাসের দাপট। গতকালের চেয়ে ৯ শতাংশ বাড়ল ভারতে কোভিডের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ হাজার ১০৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৬২২ জন।
গত বৃহস্পতিবার ভারতে এক লাফে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে ছিল। বিশেষজ্ঞরা সবাইকে মাস্ক পরা ও কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন।করোনা রুখতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে করোনা নিয়ে বিশেষ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মাণ্ডব্য। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে করোনা নিয়ে মক ড্রিলও। আরও পড়ুন-টেক্সাসের পশু খামারে ভয়াবহ আগুন, বিস্ফোরণ, মৃত্যু প্রায় ১৮ হাজার গরুর
দেখুন টুইট
এদিকে, দিল্লিতে ব্যাপক হারে বাড়তে শুরু করেছে করোনা। দেশের রাজধানী শহরে করোনার দৈনিক সংক্রমণ দেড় হাজার ছাড়িয়েছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন মারা গিয়েছেন।