Explosion In Texas Farm: টেক্সাসের পশু খামারে ভয়াবহ আগুন, বিস্ফোরণ, মৃত্যু প্রায় ১৮ হাজার গরুর
Explosion In Texax Farm (Photo Credit: Facebook)

টেক্সাসের পশু খামারে (Farm) বৃহত্তর বিস্ফোরণ হওয়ায় প্রায় ১৮ হাজার গরুর মৃত্যু। টেক্সাসের (Texax) সাউথফ্রক ডেয়ারি ফার্মে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায়। এরপরই ওই পশু খামার থেকে ১৮ হাজার গরুর মৃত্যুর খবর মেলে। কী কারণে টেক্সাসের ওই পশু খামারে আগুন লাগে এবং তা থেকে ভয়া বহ বিস্ফোরণ(Bast)  হয়, তার কারণ এখনও অজানা বলে খবর। ক্যাস্ট্রো কান্ট্রি শেরিফের অফিস থেকে  বিস্ফোরণের যে ছবি ট্যুইট করা হয়, তা দেখে ভয়াবহ বলে বর্ণনা করা হয়। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।